আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ জুন

ছাতক প্রতিনিধি :: ছাতকের ঐতিহ্যবাহী সংগঠন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ জুন।ঘোষিত নির্বাচন কমিশন গত ৬ মে নির্বাচনী তপশীল ঘোষণা করেছেন। তপশীল অনুযায়ী মনোনয়ন পত্র বিতরণের ধার্য্য তারিখ ছিলো ১৭ ও ১৮ মে। মনোনয়ন পত্র সংগ্রহের শেষ তারিখ ১৮ মে রাত ৯.০০ ঘটিকা পর্যন্ত বিভিন্ন পদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ১৭ জন প্রার্থী।
প্রার্থীদের মধ্যে একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন অনেকেই। সভাপতি পদে হাজী মোঃ ফজলু মিয়া চৌধুরী,সহ-সভাপতি পদে হাজী আবুল হাসান,হাজী আরিছ উদ্দিন,সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ আলী আসগর সোহাগ, সহ সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ ছালেক মিয়া, কোষাধ্যক্ষ পদে হাজী মোঃ হাতেম লিটন, প্রচার সম্পাদক পদে হাজী মোঃ বাবুল মিয়া, দপ্তর সম্পাদক পদে হাজী মোঃ সুজন মিয়া, নাজমুল হাসান জুয়েল

কার্যনির্বাহী সদস্য পদে ইকবাল হোসেন রানা,মোঃ সাদিক মিয়া তালুকদার, মোঃ নেছার আহমদ,মোঃ আদনান হোসেন মিজান, মোঃ মুক্তার হোসেন, আবুল কালাম চৌধুরী রুমান, এম শাহরিয়ার তারেক এবং সাহিদুর রহমান ফরিদ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন কমিশন বরাবরে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৯ মে শনিবার বিকাল ২.০০ ঘটিকা পর্যন্ত। ২১ মে মনোনয়ন পত্র বাছাই শেষে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে ২৩ মে মঙ্গলবার সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত। ##

এখানে ক্লিক করে শেয়ার করুণ