আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





লিখে দাও, বাংলাদেশ একদিন সমগ্র বিশ্বকে ডুমিনেট করবে- উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ণে প্রবাসীদের রয়েছে ব্যাপক অবদান। বর্তমান বাংলাদেশ হচ্ছে উন্নত বিশ্বের কাছে একটি উন্নয়ণের রোল মডেল।

দেশের চলমান অভুতপূর্ন উন্নয়ণের প্রচার ও প্রসারে সাংবাদিকরা রাখছে ইতিবাচক ভুমিকা।সকল শ্রেনী- পেশার মানুষকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বিভোর দেশরত্ন শেখ হাসিনা। সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, লিখে দাও, বাংলাদেশ একদিন সমগ্র বিশ্বকে ডুমিনেট করবে।
সোমবার দুপুরে ছাতক প্রেসক্লাবে বাংলা কাগজ ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সেক্রেটারী এন্ড খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান খছরু মোহাম্মদ খানকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুব আলম সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, বাংলা কাগজ ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র সেক্রেটারী এন্ড খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান খছরু মোহাম্মদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সংবর্ধিত অতিথির স্বজন সুলতান খান,ফাহিম মির্জা, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, বাংলাটিভি ইউ কে’র সিলেট ব্যুরো আফরোজ খান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের প্রচার সম্পাদক, বাংলা কাগজের উপজেলা প্রতিনিধি তপন জ্যোতি তপু। বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের নির্বাহী সদস্য রাজ উদ্দিন, হামিদুর রহমান বাবুল, সদস্য আমিনুল ইসলাম আজির, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, কনকচাঁপা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, সাংবাদিক আমির আলী, ফয়সল আহমেদ, শংকর দত্ত,সুজন তালুকদার, আবু বকর সিদ্দীক চৌধুরী, ব্যবসায়ী আলাল মিয়া প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ