আজ, , ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩০, আহত অর্ধশতাধিক «» জগন্নাথপুরে গরুকে গোসল করাতে গিয়ে যুবক নিখোঁজ «» ছাত্র মজলিস সিলেট জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত «» আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২৫ «» শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিক শিক্ষার খুবই অভাব- ছাত্র মজলিস «» বাস থেকে নামিয়ে ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই, আসামি যুবদল নেতা «» পুলিশবেশে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে আটক ছয় «» দেশের বিরোদ্ধে সকল ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিহত করবে, ইনশাল্লাহ: আল্লামা মামুনুল হক «» ছাতকে প্রবাসীদের অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী «» জগন্নাথপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার





যুবকরা পৃথিবীর আকৃতি বদলে দিতে পারে- ড. মোস্তাফিজুর রহমান ফয়সল

খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ও ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় প্রস্তুতি কমিটির আহবায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল বলেন- “যুবকরা হচ্ছে সমাজের প্রাণ। যুবকরা পৃথিবীর আকৃতি বদলে দিতে পারে। তাই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণি যুবকদের নিয়ে “ইসলামী যুব মজলিস” গঠনের সিদ্ধান্ত নিয়েছে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস।” সোমবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর ইউনাইটেড সেন্টারে ইসলামী যুব মজলিসের আত্মপ্রকাশ উপলক্ষে খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোস্তাফিজুর রহমান ফয়সল উপরোক্ত কথাগুলো বলেন।

খেলাফত মজলিস সিলেট মহানগরীর যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান, সিলেট জোনের সহকারী ইনচার্জ অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি ইন্জিনিয়ার আনোয়ারুল ইসলাম ও মাওলানা ইদাদুল হক নেমানী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মঞ্জুরে মাওলা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওসার আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুক আহমদ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকির, সিলেট মহানগরী সভাপতি লিটন আহমদ জুম্মান, সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমীন  সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা সেলিম আহমদ প্রমুখ।

 

সভায় ইসলামী যুব মজলিস সিলেট মহানগরীর প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যবৃন্দ হলেন: আহবায়ক- হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, সদস্য সচিব আফজাল হোসাইন কামিল, সদস্য তৌহিদ আহমদ চৌধুরী, আ.ন.ম ইয়াহিয়া, মাওলানা আজহারুল ইসলাম চৌধুরী, প্রভাষক ইউসুফ আলী, হাফিজ মাহবুবুর রহমান, আ.খ.ম. লোকমান, সৈয়দ আদনান জাবির, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা সুলাইমান আহমদ হোজাইফা, মোজাম্মেল হোসেন রুবেল, মোহাম্মদ মাহবুবুর রহমান, তাফহিম আহমদ চৌধুরী, সৈয়দ কামরুল ইসলাম, মোঃ রেজাউল করিম, মাওলানা আব্দুস সামাদ, নাজমুল ইসলাম হানাফী ও মোহাম্মদ এহসান। সভায় ইসলামী যুব মজলিসের আত্মপ্রকাশ উপলক্ষে আগামী ১০ মার্চ শুক্রবার, সকাল ১০টায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররাম প্রাঙ্গনে আয়োজিত যুব সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগরীর প্রস্তুতি কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ