০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব আশরাফের নতুন ইসলামি সংগীত, বাজারে নিত্যনতুন চমক আসছে

  • Update Time : ০২:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সাকিব আশরাফের নতুন নাশিদ সুবহানাল্লাহ।
বাংলাদেশে ইসলামি সংগীতাঙ্গনে সবর্দায় নিত্যনতুন চমক আসছে। এটা অবশ্যই ইসলামী সংস্কৃতি প্রেমিদের জন্য সুখবর। এরই ধারাবাহিকতায় এবারে প্রকাশ পেলো শ্রোতাপ্রিয়তার আলোচিত সংগীত হামদে বারি তা‘য়ালা “সুবহানাল্লাহ’। সুবহানাল্লাহ সংগীতটির কথা ও ভিডিও শ্রোতাকে আকৃষ্ট করেছে। গানটির কথা ও সুর করেছেন, বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী আহমদ আবদুল্লাহ। ডিডিও’র গল্প নির্মাণ করেছেন ইনাম বিন সিদ্দিক। ভিডিও পরিচালনায় ছিলেন তরুণ নির্মাতা প্রভাত পাল। সাউন্ড ডিজাইন করেছে রাজধানীর হলি টিউন রেকর্ড।
নাশিদটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট গ্রাফিক্স ডিজাইনার নন্দিত উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব, তরুন আলেম কাতিব মিডিয়ার চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক।
গানটির প্রযোজনা ও পরিবেশনায় ছিলো কাতিব মিডিয়া।
গানটি কাতিব মিডিয়ার ইউটিউব চ্যানেলে আপলোডের পর ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক ও সোস্যাল মিডিয়ায়ও জনপ্রিয় হয়ে উঠছে। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাকিব আশরাফের নতুন ইসলামি সংগীত, বাজারে নিত্যনতুন চমক আসছে

Update Time : ০২:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭

সাকিব আশরাফের নতুন নাশিদ সুবহানাল্লাহ।
বাংলাদেশে ইসলামি সংগীতাঙ্গনে সবর্দায় নিত্যনতুন চমক আসছে। এটা অবশ্যই ইসলামী সংস্কৃতি প্রেমিদের জন্য সুখবর। এরই ধারাবাহিকতায় এবারে প্রকাশ পেলো শ্রোতাপ্রিয়তার আলোচিত সংগীত হামদে বারি তা‘য়ালা “সুবহানাল্লাহ’। সুবহানাল্লাহ সংগীতটির কথা ও ভিডিও শ্রোতাকে আকৃষ্ট করেছে। গানটির কথা ও সুর করেছেন, বিশিষ্ট গীতিকার সুরকার শিল্পী আহমদ আবদুল্লাহ। ডিডিও’র গল্প নির্মাণ করেছেন ইনাম বিন সিদ্দিক। ভিডিও পরিচালনায় ছিলেন তরুণ নির্মাতা প্রভাত পাল। সাউন্ড ডিজাইন করেছে রাজধানীর হলি টিউন রেকর্ড।
নাশিদটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট গ্রাফিক্স ডিজাইনার নন্দিত উপস্থাপক, মিডিয়া ব্যক্তিত্ব, তরুন আলেম কাতিব মিডিয়ার চেয়ারম্যান ইনাম বিন সিদ্দিক।
গানটির প্রযোজনা ও পরিবেশনায় ছিলো কাতিব মিডিয়া।
গানটি কাতিব মিডিয়ার ইউটিউব চ্যানেলে আপলোডের পর ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক ও সোস্যাল মিডিয়ায়ও জনপ্রিয় হয়ে উঠছে। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ