খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর আল-খুমরা গেরেনীয়া শাখার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৪:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৪ আগস্ট ২০১৯
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর আল-খুমরা গেরেনীয়া শাখার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শাখা সভাপতি শেখ আলী হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ জামিলের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেদ্দা মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুকিত রূপাপুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর উপদেষ্টা মাওলানা কাজী কামরুল হাসান হবিগঞ্জী, জেদ্দা মহানগরীর উপদেষ্টা মাওলানা কামাল উদ্দীন- বি-বাড়ীয়া, খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সহ-সভাপতি মাওলানা হাফিজ মাহবুবুর রহমান বরিশালী, জেদ্দা মহানগরীর সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেদ্দা মহানগরীর সহ-সেক্রেটারী ডাঃ মুহিউদ্দীন তাপাদার, জেদ্দা মহানগরীর নির্বাহী সদস্য ও উপদেষ্টা আল-খুমরা গেরেনীয়া শাখার মাওলানা এবাদুর রহমান, জেদ্দা মহানগরীর নির্বাহী সদস্য হোসাইন আহমদ, আল-খুমরা গেরেনিয়া শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা ইয়াহিয়া আহমদ রুবেল, হাফিজ পারভেজ আহমদ, জুয়েল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি




























