১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাননীয় যোগাযোগ মন্ত্রি ওবায়দুল কাদের সাহেবের কাছে ইমরান অাহমদের খোলা চিঠি

  • Update Time : ১০:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মাননীয় যোগাযোগ মন্ত্রি, বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের কাছে খোলা চিঠি।

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের বঞ্চিত ও অবহেলিত মানুষদের পক্ষথেকে- মাওলানা ইমরান আহমদ।

মাননীয় যোগাযোগ মন্ত্রী,
শান্তির বাণী সালাম গ্রহণ করুন।

গ্রহণ করুণ অনিশেঃষ ভালোবাসা।

অগাধ বিশ্বাস আর পূর্ণাস্থা নিয়ে আপনার কাছে দ্বিতীয়বার পত্র লিখছি……
আশা করছি, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছেন।

আমরা কিন্তু বেশি ভালো নেই। ভালো না থাকার কারন, জগন্নাথপুরের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা, বিশেষ করে, জগন্নাথপুরের সব কটি রাস্তার অবস্থা এতোই করুন, দেখলে মনে হবে জগন্নাথপুরবাসী সবচেয়ে দূর্যোগাপন্ন সময় অতিবাহিত করছে।

রাস্তাগুলো সংস্কার করার মতো সচেতন জনদরদী মানুষের বড় অভাব।

মাননীয় মন্ত্রী সাহেব,
জগন্নাথপুরের জনগন ক্ষোভে দুঃখে ফুঁসে উঠছে, ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে, যেকোন সময় এর প্রতিফলন ঘটতে পারে।
মাননীয় মন্ত্রী,
জগমানুষের দাবী শুনুন। ভুলে যাবেননা আপানারা জনগনের নির্বাচিত।

জগন্নাথপুরবাসী কাদছে, ফুসে উঠছে সেখানের মানুষ। যদি জনদাবী প্রত্যাখান করেন ,তবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে টেকনাফ থেকে তেঁতুলিয়া; বেনাপোল থেকে তামাবিল।

স্মরন করিয়ে দিচ্ছি, বাংলাদেশের ইতিহাস কিন্তু শাসক নয়, সব সময় জনতার জয়ের গল্পই বলে।বায়ান্ন, একাত্তর, নব্বই অথবা নিকটবর্তী সব আন্দোলন- কবেইবা জনগন হেরেছে?

তাই মাননীয় যোগাযোগ মন্ত্রীর শুভদৃষ্টি কামনা করছি। আপনি গোপনে অথবা প্রকাশ্যে সব কটি রাস্তার খোঁজ নিয়ে সংস্কারের আশু ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।
আপনি যদি আমাদের জগন্নাথপুর আসেন, ভাবতেই পারবেননা যে, এই আসন আপনার মন্ত্রনালয়ের অধিনে আছে কি না? তাই দয়া করে একবার এসে আমাদের দুঃখ দুর্দশা দেখে যাওয়ার অনুরোধ রইল।মাননীয় মন্ত্রী সাহেব, আপনি ভালো থাকবেন।

ইতিঃ
আপনার শুভাকাঙ্ক্ষী
মাওলানা ইমরান আহমদ,
পিতা: মাস্টার আব্দুল খালিক,
গ্রাম: মক্রমপুর, পো: রসুলগঞ্জ বাজার,

উপজেলা জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ,

বিভাগ সিলেট, বাংলাদেশ।

মোবাইল 01711318239

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাননীয় যোগাযোগ মন্ত্রি ওবায়দুল কাদের সাহেবের কাছে ইমরান অাহমদের খোলা চিঠি

Update Time : ১০:১৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

মাননীয় যোগাযোগ মন্ত্রি, বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের কাছে খোলা চিঠি।

জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের বঞ্চিত ও অবহেলিত মানুষদের পক্ষথেকে- মাওলানা ইমরান আহমদ।

মাননীয় যোগাযোগ মন্ত্রী,
শান্তির বাণী সালাম গ্রহণ করুন।

গ্রহণ করুণ অনিশেঃষ ভালোবাসা।

অগাধ বিশ্বাস আর পূর্ণাস্থা নিয়ে আপনার কাছে দ্বিতীয়বার পত্র লিখছি……
আশা করছি, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছেন।

আমরা কিন্তু বেশি ভালো নেই। ভালো না থাকার কারন, জগন্নাথপুরের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা, বিশেষ করে, জগন্নাথপুরের সব কটি রাস্তার অবস্থা এতোই করুন, দেখলে মনে হবে জগন্নাথপুরবাসী সবচেয়ে দূর্যোগাপন্ন সময় অতিবাহিত করছে।

রাস্তাগুলো সংস্কার করার মতো সচেতন জনদরদী মানুষের বড় অভাব।

মাননীয় মন্ত্রী সাহেব,
জগন্নাথপুরের জনগন ক্ষোভে দুঃখে ফুঁসে উঠছে, ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে, যেকোন সময় এর প্রতিফলন ঘটতে পারে।
মাননীয় মন্ত্রী,
জগমানুষের দাবী শুনুন। ভুলে যাবেননা আপানারা জনগনের নির্বাচিত।

জগন্নাথপুরবাসী কাদছে, ফুসে উঠছে সেখানের মানুষ। যদি জনদাবী প্রত্যাখান করেন ,তবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে টেকনাফ থেকে তেঁতুলিয়া; বেনাপোল থেকে তামাবিল।

স্মরন করিয়ে দিচ্ছি, বাংলাদেশের ইতিহাস কিন্তু শাসক নয়, সব সময় জনতার জয়ের গল্পই বলে।বায়ান্ন, একাত্তর, নব্বই অথবা নিকটবর্তী সব আন্দোলন- কবেইবা জনগন হেরেছে?

তাই মাননীয় যোগাযোগ মন্ত্রীর শুভদৃষ্টি কামনা করছি। আপনি গোপনে অথবা প্রকাশ্যে সব কটি রাস্তার খোঁজ নিয়ে সংস্কারের আশু ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।
আপনি যদি আমাদের জগন্নাথপুর আসেন, ভাবতেই পারবেননা যে, এই আসন আপনার মন্ত্রনালয়ের অধিনে আছে কি না? তাই দয়া করে একবার এসে আমাদের দুঃখ দুর্দশা দেখে যাওয়ার অনুরোধ রইল।মাননীয় মন্ত্রী সাহেব, আপনি ভালো থাকবেন।

ইতিঃ
আপনার শুভাকাঙ্ক্ষী
মাওলানা ইমরান আহমদ,
পিতা: মাস্টার আব্দুল খালিক,
গ্রাম: মক্রমপুর, পো: রসুলগঞ্জ বাজার,

উপজেলা জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ,

বিভাগ সিলেট, বাংলাদেশ।

মোবাইল 01711318239

এখানে ক্লিক করে শেয়ার করুণ