আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুর পৌর যুবদলের কর্মী সভা অনুষ্টিত

বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদল জগন্নাথপুর পৌর শাখার কমী সভা ১৯ ডিসেম্বর সোমবার বিকেলে দলের অস্হায়ি কার্যালয়ে পৌর যুবদলের অাহবায়ক মোঃ দিলু মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম অাহবায়ক মোঃ লিটন মিয়ার পরিচালনায় অনুষ্টিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের অাহবায়ক অানছার উদ্দিন অাহমদ। বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম অাহবায়ক অাব্দুর রহিম, পৌর যুবদল নেতা শামীম অাহমদ, বেলাল অাহমদ, সাদেক অাহমদ, রুকন মিয়া, তারেক মিয়া, অাকমল হোসেন, অাব্দুস সালাম, ছমির উদ্দিন সুমন, অাতাউর রহমান, সাদেক মিয়া, অাবুল হোসেন রাব্বি, লিটন মিয়া, সুজন মিয়া, জুনেদ অাহমদ, অানহার মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতিকক্রমে সিদ্ধান্ত হয় অাগামী এক সাপ্তাহর বিথরে পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের কমিটি সম্পন্ন করে পৌর যুবদলের সম্মেলনের তারিখ ঘোষনা করার জন্য সিদ্ধান্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ