জগন্নাথপুরে আমরা বাল্য বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসীদের সংবর্ধনা প্রদান
- Update Time : ১০:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
{"msource":{"from":"Gallery"},"tools_used":{"crop":0,"free_crop":0,"shape_crop":0,"selection":0,"clone":0,"motion":0,"stretch":0,"curves":0,"adjust":0,"enhance":0,"resize":0,"flip_rotate":0},"total_effects_time":0,"total_editor_time":47786,"total_drawing_time":0,"total_effects_actions":0,"effects_applied":0,"total_editor_actions":{"frame":0,"mask":0,"sticker":0,"clipart":0,"lensflare":0,"callout":0,"border":0,"text":0,"shape_mask":0},"draw":{"layers_used":0,"total_draw_actions":0},"photos_added":1}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আমরা বাল্যবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের অন্যতম সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আনছার সিদ্দিকী ও সংগঠনের অন্যতম সদস্য সৌদিআরব প্রবাসী সৈয়দুল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার কলকলিয়া বাজারে আমরা বাল্যবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আমরা বাল্যবন্ধু ফাউন্ডেশনের অর্থ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহিদুর রহমানের পরিচালায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আমরা বাল্যবন্ধু ফাউন্ডেশনের অন্যতম সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আনছার সিদ্দিকী, সংগঠনের অন্যতম সদস্য সৌদিআরব প্রবাসী সৈয়দুল হোসেন। এসময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক উকিল আলী, বিশিষ্ট সমাজ সেবক রুকন আহমদ, জহিরুল ইসলাম লেবু, কলকলিয়া বাজার বনিক সমিতির কোষাধ্যক্ষ মনসুর আলী, বিশিষ্ট সমাজসেবক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে কলকলিয়া বাজার বনিক সমিতির সভাপতি আলী হোসেন, ব্যবসায়ী মীর হোসাইন, কবিন্দ্র দেবনাথ, শফিকুল ইসলাম, সুহেল আহমদ, মির্জা ইমাদ উদ্দিন মাছুম, আব্দুল আলী সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


























