আজ, , ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





বিদেশি কর্মী নেবে শেনজেনভুক্ত দেশ ক্রোয়েশিয়া

ডেস্ক রিপোর্ট :: ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচ বলেছেন, দেশটির শ্রমবাজারে চলমান ঘাটতি পূরণে বিদেশি কর্মীদের উপর আরো বেশি নির্ভর করতে হবে৷ এ লক্ষ্যে দেশটি অভিবাসী শ্রমিকদের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে৷ খবর ইনফো মাইগ্রেন্টসের। ইউরোপের পর্যটন নির্ভর দেশ ক্রোয়েশিয়ার বিভিন্ন খাতে বর্তমানে তীব্র শ্রমিক সংকট চলছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ক্রোয়েশিয়ার পর্যটন, নির্মাণ এবং সেবাখাত অনেক ক্ষেত্রেই বিদেশিদের অবদান এবং কাজের উপর নির্ভরশীল৷ তারা আমাদের সবার মতো একই নিরাপত্তা এবং মর্যাদা পাওয়ার যোগ্য। সম্প্রতি দেশটির স্প্লিট শহরে কর্মরত চার বিদেশি কর্মী হামলার শিকার হওয়ার পরে ডাভোর বোজিনোভিচ এমন মন্তব্য করেছেন। বিদেশি শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনা মর্মান্তিক ও উদ্বেগজনক৷ বিদেশি শ্রমিকদের প্রতি সহিংসতা ও বৈষম্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, ক্রোয়েশিয়ান নাগরিকদের অভিবাসীদের জন্য এমন একটি সমাজের উদাহরণ তৈরি করা উচিত, যেখানে প্রতিটি ব্যক্তি ভয় ছাড়াই বাঁচেন এবং কাজ করতে পারেন৷ যারা হুমকির মুখে রয়েছেন, তাদেরকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে কর্তৃপক্ষ। ক্রোয়েশিয়ান কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, তারা বিদেশি কর্মীদের জন্য আইন শিথিল করা ও অধিকারের সুযোগ তৈরিতে কাজ করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদেশি কর্মীদের স্বার্থে কাজ করছে, যাতে তাদের কাজের চুক্তি বাতিল করা হলেও ৬০ দিনের সময়সীমার সুবিধা পান। এই সময়ের মধ্যে বিদেশি কর্মীরা ক্রোয়েশিয়ায় একটি নতুন চাকরি খুঁজে পেতে সক্ষম হবেন। এই ব্যবস্থাটি বিদেশি কর্মীদের প্রতি নিয়োগকর্তাদের অন্যায় আচরণ ঠেকাতে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে অভিবাসীরা বেকার থাকলেও দেশ ছাড়ার বিষয়ে চিন্তা না করে চাকরি খুঁজতে পারবেন। এছাড়া দেশটিতে আসা বিদেশি শ্রমিকদের প্রথম রেসিডেন্স পারমিটের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত বাড়ায়ে চায় সরকার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ