নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন ক্যাম্পাস বিভাগের উদ্যোগে আজ সোমবার (১৮ নভেম্বর) আয়োজিত এইচএসসি ও আলিম উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা ভালো ফলাফল করছে ঠিক কিন্তু তারা ভাল মানুষ হিসেবে গড়ে উঠছেনা। যার ফলে দেখা যায় অনেক ছাত্ররা মাদক, ছিনতাই, ইভটিজিং সহ আরো অনেক অপরাধ কর্মের সাথে জড়িয়ে পড়ছে। তাই ছাত্র সমাজকে ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে কোরআন-সুন্নাহর আলোকে ঢেলে সাঁজাতে হবে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ছাত্র মজলিস সিলেট মহানগরীর বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদের সভাপতিত্বে মদন মোহন কলেজ সভাপতি মিসবাহ আহমদ জয় ও এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, সাবেক কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, সাবেক শাবিপ্রবি শাখা সভাপতি খসরুল আলম, শাবিপ্রবি শাখার সেক্রেটারি জুনেদ আহমদ, সিলেট মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী, আব্দুল ওয়াদুদ, সাইদুর রহমান মুরাদ, রাকিব হোসাইন, শাকের আহমদ প্রমুখ।