আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন «» বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ৯ ইউপি সদস্য





শব্দদূষণ বন্ধে আসছে শাস্তির ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট :: শব্দদূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শব্দদূষণের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বাংলাদেশ শব্দদূষণের পৃথিবীতে এক নম্বর অবস্থানে আছে। আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছি। কিন্তু এ রকম একটি প্র্যাকটিস চালু রাখব, সেটি হতে পারে না। অন্তত শহরগুলোতে শব্দদূষণ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটরিয়ামে তৃতীয় ন্যাশনাল ন্যাচার ফেস্টিভ্যাল ২০২৪-এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। তিনি বলেন, শব্দদূষণের প্রথম উৎস হচ্ছে হর্ন। এটি আমাদের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। আমরা নিজেদের গাড়ি থেকেই যদি হর্ন না বাজানোর অভ্যাস করতে পারি, তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণে চলে আসবে। সামনের ডিসেম্বর মাসের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত ঢাকার ১০টি রাস্তায় হর্ন বাজানো বন্ধে সচেতনতা তৈরি করা হবে। তারপর আমরা আইন প্রয়োগের কাজ শুরু করব।

আমরা এরই মধ্যে বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছি এবং সেখানকার কিছু অভিজ্ঞতাও আমাদের হয়েছে, যোগ করে বলেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উপদেষ্টা বলেন, গত ৫০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে বেশি গরম পড়েছে। আবার দক্ষিণাঞ্চলে এ রকম বন্যাও মানুষ আগে কখনও দেখেনি। এসব প্রাকৃতিক দুর্যোগের একটি বড় কারণ হচ্ছে, পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যা আমরা অন্যান্য জ্বালানির তুলনায় অনেক কম টাকায় পেতে পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে, প্রতিটি ভবনের ওপরই যে সোলার প্যানেল রয়েছে, সেটি কাজ করে না। যদি ওই সোলার প্যানেলগুলো কাজ করত, তাহলে ২০ মিনিট কিংবা কয়েক ঘণ্টার লোডশেডিংয়ে কাউকে চিন্তিত হতে হতো না। আর সরকারকেও উচ্চমূল্যে জ্বালানি কিনে এনে সরবরাহ করতে হতো না। সৌর ও বায়ুবিদ্যুতে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাচার ক্লাবের চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ নুরুন্নবীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ