আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন «» বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ৯ ইউপি সদস্য





মসজিদে বসে আজানের জবাব দিতে দিতে মারা গেলেন মুসল্লি

ডেস্ক রিপোর্ট :: একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। শনিবার মৌলভীবাজার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা নূর আহমদ বনবীথি এলাকায় বসবাস করছিলেন। বৃদ্ধ বয়সেও শহরের অলিতে-গলিতে দুই-পাঁচ টাকা দামের বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতেন তিনি। বনবীথি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নূর আহমদ প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে সবার আগে চলে আসতেন। বরাবরের মতো শনিবার জোহরের সময় মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ পড়েন। পরে মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করলে তিনি জবাব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মসজিদের মেঝেতে ঢলে পড়েন পড়েন। তাঁকে একটু পানি পান করান এর পর ওনার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জুনেদ বলেন, নূর আহমদ খুবই ভালো মানুষ ছিলেন। দুই টাকা দামের তাগা, ব্যান্ড, সুঁই, সুতা ইত্যাদি ফেরি করে বিক্রি করতেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ