আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন «» বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ৯ ইউপি সদস্য





যে দোয়া পড়ার পর মৃত্যু হলে জাহান্নাম স্পর্শ করবেন না

ডেস্ক রিপোর্ট :: জীবন সায়াহ্নে অনেকে জীবনের আশা ছেড়ে দেন। এমন মুমূর্ষু ব্যক্তির জন্য কয়েকটি দোয়া হাদিসে বর্ণিত হয়েছে। নিম্নে তা উল্লেখ করা হলো-

 

 

اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى

 

 

উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফীকিল আলা।

অর্থ : ‘হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন।

 

 

আমার ওপর অনুগ্রহ করুন। আমাকে সর্বোচ্চ বন্ধুর সঙ্গে মিলিত করুন।’
হাদিস : উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বর্ণনা করেছেন, আমি রাসুল (সা.)-কে মুমূর্ষু অবস্থায় এই দোয়া পড়তে শুনেছি। তখন তিনি আমার ওপর ভর করে ছিলেন।

 

 

(হাদিস : ৫৬৭৪, বুখারি)
অন্য হাদিসে আরেকটি দোয়ার কথা এসেছে। দোয়াটি পড়ার পর মৃত্যু হলে তাকে জাহান্নাম স্পর্শ করবে না। তা হলো-

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ المُلْكُ وَلَهُ الْحَمْدُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

অর্থ : আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ মহান।

একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ও তাঁর কোনো অংশীদার নেই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তাঁর জন্য সব ক্ষমতা এবং তার জন্য সব প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো শক্তি ও সামর্থ্য নেই।
হাদিস : আবু সায়িদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি বলে لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ মহান) তখন মহান রব তার কথা সত্যায়ন করে বলেন, ‘আমি ছাড়া উপাস্য নেই এবং আমিই মহান।’

অতঃপর যখন সে বলে, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ (একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই) তখন আল্লাহ বলেন, ‘একমাত্র আমি ছাড়া আর কোনো উপাস্য নেই।’

যখন সে বলে, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ (একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ও তাঁর কোনো অংশীদার নেই) তখন আল্লাহ বলেন, ‘একমাত্র আমি ছাড়া কোনো উপাস্য নেই ও আমার কোনো অংশীদার নেই।’

আর সে যখন বলে, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ المُلْكُ وَلَهُ الْحَمْدُ (তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তাঁর জন্য সব ক্ষমতা, তাঁর জন্য সব প্রশংসা) তখন আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো উপাস্য নেই এবং আমার জন্য সব ক্ষমতা ও প্রশংসা।

সে যখন বলে, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহর সাহায্য ছাড়া কারো কোনো শক্তি ও সামর্থ্য নেই) তখন আল্লাহ বলেন, আমি ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি ছাড়া কারো কোনো শক্তি ও সামর্থ্য নেই।

রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি অসুস্থ অবস্থায় এ দোয়াটি পড়বে অতঃপর মারা যাবে তাকে জাহান্নাম আক্রান্ত করবে না।’ (বুখারি, হাদিস : ৩৪৩০)

এখানে ক্লিক করে শেয়ার করুণ