আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন «» বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ৯ ইউপি সদস্য





ছাতকে বেস্ট এলিভেনকে হারিয়ে কোয়াটার ফাইনালে আজিমশাহ

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের এলিভেন স্টার ফুটবল ক্লাব জটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে ফুটবল প্রেমিদের উপস্থিতিতে দ্বিতীয় চক্রের টুর্নামেন্ট শুরু হয় জটি মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. তালেবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট রুকসানা কানিজ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, জটি এডুকেশন ট্রাষ্ট ইউকের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হোসাইন তাজ উদ্দিন ও জটি এডুকেশন ট্রাষ্ট ইউকের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী মিঠু রহমান। ক্রীড়া সংগঠক আবদুল মুমিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরব্বি তোফায়েল আহমদ আনা, নুরুল হক, কদরিছ আলী, আতাউর রহমান, হবিবুর রহমান, আকিক মিয়া প্রমুখ। টুর্নামেন্টের দ্বিতীয়চক্রে বেস্ট এলিভেন ফুটবল টিম সিলেট ও আজিমশাহ ফুটবল ক্লাব পালপুরের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে কোয়াটার ফাইনালের ঠিকেট কাটে আজিম শাহ পালপুর। ধারাভাষ্যে ছিলেন মঈনপুরের জনতা কলেজ প্রভাষক রুহুল কবির শিবলু। প্রসঙ্গত, সম্প্রতি এলিভেন স্টার ফুটবল ক্লাব জটির উদ্যোগে জটি গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশ নেয়। শনিবার দ্বিতীয়চক্রের উদ্বোধনী ম্যাচে বেস্ট এলিভেন ফুটবল টিম সিলেটের মুখোমুখি হয় ছাতকের আজিমশাহ পালপুর ফুটবল ক্লাব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ