ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের এলিভেন স্টার ফুটবল ক্লাব জটির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে ফুটবল প্রেমিদের উপস্থিতিতে দ্বিতীয় চক্রের টুর্নামেন্ট শুরু হয় জটি মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. তালেবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলার মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট রুকসানা কানিজ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার, জটি এডুকেশন ট্রাষ্ট ইউকের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ হোসাইন তাজ উদ্দিন ও জটি এডুকেশন ট্রাষ্ট ইউকের সদস্য, যুক্তরাজ্য প্রবাসী মিঠু রহমান। ক্রীড়া সংগঠক আবদুল মুমিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরব্বি তোফায়েল আহমদ আনা, নুরুল হক, কদরিছ আলী, আতাউর রহমান, হবিবুর রহমান, আকিক মিয়া প্রমুখ। টুর্নামেন্টের দ্বিতীয়চক্রে বেস্ট এলিভেন ফুটবল টিম সিলেট ও আজিমশাহ ফুটবল ক্লাব পালপুরের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে কোয়াটার ফাইনালের ঠিকেট কাটে আজিম শাহ পালপুর। ধারাভাষ্যে ছিলেন মঈনপুরের জনতা কলেজ প্রভাষক রুহুল কবির শিবলু। প্রসঙ্গত, সম্প্রতি এলিভেন স্টার ফুটবল ক্লাব জটির উদ্যোগে জটি গ্রামের মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে মোট ১৬টি টিম অংশ নেয়। শনিবার দ্বিতীয়চক্রের উদ্বোধনী ম্যাচে বেস্ট এলিভেন ফুটবল টিম সিলেটের মুখোমুখি হয় ছাতকের আজিমশাহ পালপুর ফুটবল ক্লাব।
ছাতকে বেস্ট এলিভেনকে হারিয়ে কোয়াটার ফাইনালে আজিমশাহ
২৭ অক্টোবর ২০২৪, ২:৪০ পূর্বাহ্ন |
পোস্টটি ৫১ বার পড়া হয়েছে