কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
ইসলামে শ্রমিকের অধিকার ও মর্যাদা অপরিসীম,
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় নির্দেশনা হাদীস শরীফ ও কোরআনুল করীম।
আজ অবধি পৃথিবীতে যা কিছু সবই শ্রমিকের কৃতিত্ব ও শ্রমের ফল,
ইসলাম শ্রমিক এবং শ্রমকে যথার্থ মূল্যায়ন করেছে তা বিড়ল।
শ্রমিকের অধিকার রাসুল (সা.) আজ থেকে চৌদ্দশ বছর আগে দিয়ে গেছেন,
শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ করেগেছেন।
ইসলামে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে মূলনীতি ও বিধান প্রবর্তন করেছে,
আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।
লেখকঃ- কাজী ও সাংবাদিক, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ।