১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারেন্টের বাজার
- Update Time : ১২:৪৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
কারেন্টের বাজার,
ক্রেতারা বড় বেজার,
ধরধামে একাকার,
মেশিন বিকলে বনেগেছে কারবার।
ধরারে শরা কি আর করা,
বলি একটা হয় আরেকটা,
ফুঁসে উঠে উঠতি বয়সী বেটা,
বড়ই কষ্ট তাকে তামানোটা।
ছন্দময় কথা,
মানুষ পায় বড় ব্যাথা,
উছলি গেছে তার মাথা,
সামলানো কষ্ট তার হাতা।
চৈত্রের চাতক পাখির মত অপেক্ষা,
ক্রেতা চেয়ে থাকে রাস্থা ফাঁকা,
বুলেটিং মারে রাস্তা আঁকা বাঁকা,
কখন জানি বিস্ফোরণ ঘটে কেহ করবে না তোয়াক্কা।
লেখকঃ- কাজী ও সাংবাদিক।




























