১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালোবাসার গভীরতা
- Update Time : ১২:২৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
মানুষকে ভালোবাস নিঃস্বার্থভাবে,
তখনই মনে শান্তি পাবে।
মানুষকে ভূল বুঝে দূরে না যাবে,
মানুষের মাঝে খুজে আল্লাহ পাবে।
আল্লাহকে ভালোবাসতে যবে,
আগে মানুষকে ভালোবাসতে হবে।
মানুষকে ভূল বুঝে ঠেলে না দিবে,
ভূল বোঝার আগে সারাংশ বুঝতে হবে।
ভালোবাসার গভীরতা বাড়বে,
সূখ দূঃখের অংশীদার হতে হবে।
মানুষ মানুষকে ঠকিয়ে লাভবান না হবে,
ভালোবাসা দিয়ে মন পেতে হবে।
ভালো মানুষ হতে আগে নিজেকে জানতে হবে,
তখই একজন সফল মানুষ হতে পারবে।
আল্লাহর ভালোবাসা বান্দা পাবে,
নিজের ভালোবাসা বিলিয়ে দাও ভবে।
মানুষ এ পৃথিবী ঠিক একদিন ছেড়ে যাবে,
তবে তার কৃতকর্ম মানুষের মাঝে রয়ে যাবে ভবে।
লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।




























