১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরার পরে চাই না স্বীকৃতি
- Update Time : ১২:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শেখ মো. কাওছার আলী
থাকতে জীবন পাই না যদি
কাজের স্বীকৃতি
আমি মরণোত্তর চাই না কারও
কোনো উপাধি।
বিদায় দিও নয়নজলে
লইও বন্ধু আপন কোলে
দোয়া ব্যথিত মরার পরে
মেডেল দাও যদি ঐ।
করেছি কাজ যখন ভবে
পাওনা সাথে সাথেই দিবে
বেতন পাইয়া মন খুশিতে
কাঁদলো না যদি ঐ।
মৃত্যু দিবস আসলে পরে
ফুলের তোড়া দিবে গোরে
কাওছার চায় না কোনো কাজে
হোক তার জিল্লতি ঐ।
কবি: গ্রাম: নিহালের নোয়াগাঁও, দশঘর, বিশ্বনাথ, সিলেট।
মোবাইল: ০১৭১২-৩২৮০৪৬




























