১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভ্যাস : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ১২:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

আমি বলি এটা আমার অভ্যাস,
কেহ জানান দেয় আমায় সাবাস,
কারো মনে আবার কষ্টের আবাস।

আমি না কাউকে উদ্যেশ্য করে লিখেছি,
বাস্তবতার আলোকে শিখেছি,
মনে প্রাণে অবলোকন করেছি।

জীবন সায়াহ্নে কি আর করব,
জীবনের তাগিদে আমি বলব,
না কাউকে উদ্যেশ্য করে লিখব।

ভূল বুঝিও না কাউকে কষ্টের সাগরে না ডুবিও,
বিষয় বস্তু ভালোভাবে বুঝিও,
বিশ্লেষণ করে মানুষকে শুধরিও।

মানুষকে কষ্ট দেওয়ার পূর্বে নিজের করে বুঝিবে,
অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে সে কষ্ট নিজের জন্য রহিবে।

দুনিয়া আমাদের শেষ জায়গা নয়,
কর্মের ফল এ দুনিয়ায় ফেরত হয়,
মৃত্যুর পর কর্মের ফলে শান্তি অশান্তি রয়।

নিজেকে মানুষ ভাবিলে ভাব হয়,
মানবতায় জীবন শান্তি রয়,
হিংসায় ও অন্যায়ের মানুষ অমানুষ হয়।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

অভ্যাস : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ১২:৫০:৩১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

আমি বলি এটা আমার অভ্যাস,
কেহ জানান দেয় আমায় সাবাস,
কারো মনে আবার কষ্টের আবাস।

আমি না কাউকে উদ্যেশ্য করে লিখেছি,
বাস্তবতার আলোকে শিখেছি,
মনে প্রাণে অবলোকন করেছি।

জীবন সায়াহ্নে কি আর করব,
জীবনের তাগিদে আমি বলব,
না কাউকে উদ্যেশ্য করে লিখব।

ভূল বুঝিও না কাউকে কষ্টের সাগরে না ডুবিও,
বিষয় বস্তু ভালোভাবে বুঝিও,
বিশ্লেষণ করে মানুষকে শুধরিও।

মানুষকে কষ্ট দেওয়ার পূর্বে নিজের করে বুঝিবে,
অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে সে কষ্ট নিজের জন্য রহিবে।

দুনিয়া আমাদের শেষ জায়গা নয়,
কর্মের ফল এ দুনিয়ায় ফেরত হয়,
মৃত্যুর পর কর্মের ফলে শান্তি অশান্তি রয়।

নিজেকে মানুষ ভাবিলে ভাব হয়,
মানবতায় জীবন শান্তি রয়,
হিংসায় ও অন্যায়ের মানুষ অমানুষ হয়।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ