১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

  • Update Time : ০২:১৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

মানুষ যার আছে হুঁশ,
অমানুষ সে যে কোন কাজে হয় বেহুঁশ।

মানুষ চলেনা আবেগ দিয়ে,
সে চলে বিবেক দিয়ে।

মানুষের আবেগ কিছু সময়,
মানুষ সে তার বিবেক দীর্ঘময়।

মানুষ সে রয়েছে তার ভালবাসা মমতাময়,
অমানুষ সে রয়েছে ভালবাসাহীন নির্দয়।

মানুষ দেখেনা কাউকে ছোট করে,
অমানুষ অন্যকে মনে করে তার মত করে।

মানুষ মানুষকে করতে পারেনা অবহেলা,
অমানুষ মানুষকে নিয়ে করে খেলা।

মানুষ যে তার জীবন সুন্দর সরল থাকে,
অমানুষ তার জীবনে কষ্ট থাকে বাঁকে বাঁকে।

মানুষ মানুষের জন্য জীবন করে অরণ্য,
অমানুষ মানুষকে বুঝায় সে অনেক বরেণ্য।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মানুষ : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

Update Time : ০২:১৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

মানুষ যার আছে হুঁশ,
অমানুষ সে যে কোন কাজে হয় বেহুঁশ।

মানুষ চলেনা আবেগ দিয়ে,
সে চলে বিবেক দিয়ে।

মানুষের আবেগ কিছু সময়,
মানুষ সে তার বিবেক দীর্ঘময়।

মানুষ সে রয়েছে তার ভালবাসা মমতাময়,
অমানুষ সে রয়েছে ভালবাসাহীন নির্দয়।

মানুষ দেখেনা কাউকে ছোট করে,
অমানুষ অন্যকে মনে করে তার মত করে।

মানুষ মানুষকে করতে পারেনা অবহেলা,
অমানুষ মানুষকে নিয়ে করে খেলা।

মানুষ যে তার জীবন সুন্দর সরল থাকে,
অমানুষ তার জীবনে কষ্ট থাকে বাঁকে বাঁকে।

মানুষ মানুষের জন্য জীবন করে অরণ্য,
অমানুষ মানুষকে বুঝায় সে অনেক বরেণ্য।

 

লেখক: সভাপতি- শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ