০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ বেলকি

  • Update Time : ০১:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

 

বিদ্যুৎ বেলকি ভোগান্তি চরম,
বাচ্ছা ও মুরুব্বীদের গরমে লাগে বড় শরম!

কি যে শুরু করছে বিদ্যুৎ কাকা,
তাইন কাজ করইন আঁকা বাঁকা।

তাইনের জ্বালায় অতিষ্ঠ বাবা,
তাইনরে করতইব ছাবা ছাবা।

গরমে ডিজিটাল জীবন শেষ,
আমার সোনার বাংলাদেশ।

মাস শেষ বিল আসে বড়ই বেশ,
দিনে রাতে অশান্তির নাই শেষ।

বাংলার মানুষ গরমের জ্বালায় বেঁহুশ,
ডিজিটাল যুগে বিদ্যুৎ গেলেই হয় হুঁশ।

মানুষ সবার উপরে সত্য তাহার উপরে নাই,
আমার সোনার বাংলার মানুষ গরম হলে পালিয়ে যাবার পথ নাই।

 

লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।
লেখকঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিদ্যুৎ বেলকি

Update Time : ০১:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ

 

বিদ্যুৎ বেলকি ভোগান্তি চরম,
বাচ্ছা ও মুরুব্বীদের গরমে লাগে বড় শরম!

কি যে শুরু করছে বিদ্যুৎ কাকা,
তাইন কাজ করইন আঁকা বাঁকা।

তাইনের জ্বালায় অতিষ্ঠ বাবা,
তাইনরে করতইব ছাবা ছাবা।

গরমে ডিজিটাল জীবন শেষ,
আমার সোনার বাংলাদেশ।

মাস শেষ বিল আসে বড়ই বেশ,
দিনে রাতে অশান্তির নাই শেষ।

বাংলার মানুষ গরমের জ্বালায় বেঁহুশ,
ডিজিটাল যুগে বিদ্যুৎ গেলেই হয় হুঁশ।

মানুষ সবার উপরে সত্য তাহার উপরে নাই,
আমার সোনার বাংলার মানুষ গরম হলে পালিয়ে যাবার পথ নাই।

 

লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।
লেখকঃ- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ