অহংকার : কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০১:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
সমাজে মূর্খ টাকওয়ালা দেখিলাম,
আরও কি উচ্চ শিক্ষিত জেনারেলও পেলাম,
সমাজের কেউতো স্নেহ সম্মান শ্রদ্ধা দেখাতেতো না আসিতে দেখিলাম।
দেখেছি সমাজের মানুষকে এ শ্রেণির মানুষ শোষণ করিতে,
দেখেছি নিয়তির কি নির্মম ইতিহাস তাকে দীক্ষার দিতে।
তাও দেখেছি মূর্খ ও উচ্চ শিক্ষিত জেনারেল ও কালো,
তবে যার জ্ল ভালো নারী ভালো তার কাজও ভালো।
দেখেছি মূর্খ ও শিক্ষিত জেনারেলের অংকারীর আচরণ,
ঠিকই সময়মত তাকে এক শ্রেণির মানুষ করে বারণ।
দেখেছি প্রকৃত মূর্খ ও সু-শিক্ষিত জেনারেল, মানুষের সাথে করতে বিনয়ী আচরণ,
তার আচরণে সমাজের মানুষ মুগ্ধ, করতে হয়না কেহ বারণ।
দেখেছি অহংকার থেকেই হিংসা, ক্রোধ, বিদ্বেষ ও শত্রুতার দোষ ঘর করে মনের ভেতর,
আভ্যন্তরীণ এমন অসংখ্য রোগ শেষ করে দেয় অহংকারীর ভেতরটাকে।
তাই পরিশেষে খোদার কাছে পরিত্রাণ চাই,
সকল শ্রেণির মানুষ যেন চলতে পারে মিলে মিশে ভাই ভাই ।
লেখক: সভাপতি: শান্তিগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ।



























