১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুর টু নয়াবন্দর রাস্তার কাজ কাজ শুরু

  • Update Time : ০৯:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

অানিসুর রহমান অাবু :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজার টু নয়াবন্দর খাদিমপুর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।

জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী প্রধান জনগনের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান কবি গবেষক দীনুল ইসলাম বাবুল বলেন,

রাস্তা হবে হচ্ছে এই বাক্য শুন্তে শুন্তে এলাকার মানুষের কানে তালা লেগেগেছে, কয়দিন কাজ হয় অাবার কাজ বন্ধ হয়। মানুষ যেখন রাস্তার কাজের জন্য অান্দোলন করতে চায় তখন বলা হয় কাজ অচিরেই শুরু হবে হচ্ছে। এই ভাঙ্গা গঙ্গার খেলা থেকে মানুষ মুক্তি চায়।

অাশা করি একটানা কাজ হবে অার মানুষ ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার।

বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী হাজি সোহেল অাহমদ খান টুনু বলেন, মানুষ যেখন রাস্তা সংস্কারের জন্য অান্দোলন করে তখন রাস্তা সংস্কারের নামে কিছু কাজ করে মানুষের অান্দোলন বন্ধ করা হয়। মানুষ অাবার যখন রাস্তা সংস্কারের জন্য মানববন্ধন, স্মারকল্যাপিসহ অান্দোলনে মাঠে নেমে, তখন অাবার কিছু দিন লক্কর জক্কর কাজ করে অাবার বন্ধ হয়েযায় কাজ।

এই রাস্তা সংস্কার নাহওয়ায় রাস্তা দিয়ে গাড়ি চলা চল দুরের কথা মানুষও চলতে চায়না। এলাকার মানুষের প্রাণের দাবি এই রাস্তা জরুরী সংস্কার হোক। কাজ যখন শুরু হয়েছে নাটক নাকরে রাস্তাটি একটা শেষ হোক এটা গনমানুষের দাবি।

বহুল প্রত্যাশিত সৈয়দপুর বাজার টু নয়াবন্দর খাদিমপুর রাস্তার কাজ পুন: সংস্কার এর কাজ শুরু হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকৌশলীসহ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দপুর টু নয়াবন্দর রাস্তার কাজ কাজ শুরু

Update Time : ০৯:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারি ২০১৭

অানিসুর রহমান অাবু :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজার টু নয়াবন্দর খাদিমপুর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।

জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের সমন্বয়কারী প্রধান জনগনের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান কবি গবেষক দীনুল ইসলাম বাবুল বলেন,

রাস্তা হবে হচ্ছে এই বাক্য শুন্তে শুন্তে এলাকার মানুষের কানে তালা লেগেগেছে, কয়দিন কাজ হয় অাবার কাজ বন্ধ হয়। মানুষ যেখন রাস্তার কাজের জন্য অান্দোলন করতে চায় তখন বলা হয় কাজ অচিরেই শুরু হবে হচ্ছে। এই ভাঙ্গা গঙ্গার খেলা থেকে মানুষ মুক্তি চায়।

অাশা করি একটানা কাজ হবে অার মানুষ ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার।

বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী হাজি সোহেল অাহমদ খান টুনু বলেন, মানুষ যেখন রাস্তা সংস্কারের জন্য অান্দোলন করে তখন রাস্তা সংস্কারের নামে কিছু কাজ করে মানুষের অান্দোলন বন্ধ করা হয়। মানুষ অাবার যখন রাস্তা সংস্কারের জন্য মানববন্ধন, স্মারকল্যাপিসহ অান্দোলনে মাঠে নেমে, তখন অাবার কিছু দিন লক্কর জক্কর কাজ করে অাবার বন্ধ হয়েযায় কাজ।

এই রাস্তা সংস্কার নাহওয়ায় রাস্তা দিয়ে গাড়ি চলা চল দুরের কথা মানুষও চলতে চায়না। এলাকার মানুষের প্রাণের দাবি এই রাস্তা জরুরী সংস্কার হোক। কাজ যখন শুরু হয়েছে নাটক নাকরে রাস্তাটি একটা শেষ হোক এটা গনমানুষের দাবি।

বহুল প্রত্যাশিত সৈয়দপুর বাজার টু নয়াবন্দর খাদিমপুর রাস্তার কাজ পুন: সংস্কার এর কাজ শুরু হয়েছে। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকৌশলীসহ সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ