০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মদিনাতুননূর আল খাইরিয়্যাহর উদ্যােগে রামাযান ফুড প্যাক ও ইফতার সামগ্রী বিতরন

  • Update Time : ০৪:৩৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১৮ রামাযান বিকেল ৩টায় সৈয়দপুর বাজারে গরীব দুঃখীদের মাঝে মদিনাতুন নূর আল খাইরিয়্যার উদ্যোগে রামাযান ফুড প্যাক ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।

 

 

ইউকে জমিয়তের মহাসচিব হাফিজ সৈয়দ তামীম আহমদের পরিচালিত সেবামূলক সংস্থা মদীনাতুন নূর আল খাইরিয়্যার উদ্যোগে আয়োজিত
বরেণ্য আলেম মাও. সৈয়দ আব্দুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সম্পাদক মাও. মাসরুর কাসেমি, ইউনিয়ন জমিয়ত সভাপতি মাও. সিদ্দিক আহমদ হাসনু, মাও. তাজুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাও. সৈয়দ তহুর আহমদ, জামিয়া সৈয়দপুরের উস্তাদ মুফতি শামিম আহমদ, তেঘরিয়া বালিকা মাদরাসার উস্তাদ মাও. নাইম আহমদ, তরুন সংঘটক সৈয়দ আনাছ মিয়া, যুবনেতা ফরহাদ কোরেশি, ছাত্রনেতা সৈয়দ সুহাইল অাহমদ, যুবনেতা মোঃ তামীম আহমদ ছাত্রনেতা সৈয়দ হাবিব সালেহ অাহমদ, অাহমদ নাছির মল্লিক, নাছির সৈয়দ, হাফিজ আদনান আহমদ প্রমুখ।

 

মারজান ফিদাউরের পরিচালনায় অনুষ্ঠানে মদিনাতুন নূর আল খাইরিয়্যার পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষদেরকে রামাযান ফুডপ্যাক ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।

 

সংস্থার এ মহৎ এ উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা অব্যহত রাখতে বক্তাগণ সংস্থার পরিচালকদেরকে অনুরোধ করেন।

 

সংস্থার উন্নতি অগ্রগতির জন্য সকলেই প্রাণ খুলে দুআ করেন। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মদিনাতুননূর আল খাইরিয়্যাহর উদ্যােগে রামাযান ফুড প্যাক ও ইফতার সামগ্রী বিতরন

Update Time : ০৪:৩৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১৮ রামাযান বিকেল ৩টায় সৈয়দপুর বাজারে গরীব দুঃখীদের মাঝে মদিনাতুন নূর আল খাইরিয়্যার উদ্যোগে রামাযান ফুড প্যাক ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।

 

 

ইউকে জমিয়তের মহাসচিব হাফিজ সৈয়দ তামীম আহমদের পরিচালিত সেবামূলক সংস্থা মদীনাতুন নূর আল খাইরিয়্যার উদ্যোগে আয়োজিত
বরেণ্য আলেম মাও. সৈয়দ আব্দুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সম্পাদক মাও. মাসরুর কাসেমি, ইউনিয়ন জমিয়ত সভাপতি মাও. সিদ্দিক আহমদ হাসনু, মাও. তাজুল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাও. সৈয়দ তহুর আহমদ, জামিয়া সৈয়দপুরের উস্তাদ মুফতি শামিম আহমদ, তেঘরিয়া বালিকা মাদরাসার উস্তাদ মাও. নাইম আহমদ, তরুন সংঘটক সৈয়দ আনাছ মিয়া, যুবনেতা ফরহাদ কোরেশি, ছাত্রনেতা সৈয়দ সুহাইল অাহমদ, যুবনেতা মোঃ তামীম আহমদ ছাত্রনেতা সৈয়দ হাবিব সালেহ অাহমদ, অাহমদ নাছির মল্লিক, নাছির সৈয়দ, হাফিজ আদনান আহমদ প্রমুখ।

 

মারজান ফিদাউরের পরিচালনায় অনুষ্ঠানে মদিনাতুন নূর আল খাইরিয়্যার পক্ষ থেকে শতাধিক অসহায় মানুষদেরকে রামাযান ফুডপ্যাক ও ইফতার সামগ্রী বিতরন করা হয়।

 

সংস্থার এ মহৎ এ উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা অব্যহত রাখতে বক্তাগণ সংস্থার পরিচালকদেরকে অনুরোধ করেন।

 

সংস্থার উন্নতি অগ্রগতির জন্য সকলেই প্রাণ খুলে দুআ করেন। প্রেস বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ