ছাত্র জমিয়ত বাংলাদেশ জগন্নাথপুর উপজেলার জামেয়া দারুল হাদিস সৈয়দপুর মাদ্রাসা শাখার অালোচনা সভা স্থানীয় সৈয়দপুর বাজার জমিয়ত কার্যালয়ে জামেয়া শাখার সভাপতি হাফিজ মাসউদ আহমদ নাদি’র সভাপতিত্বে ও মল্লিক নাছির আহমদের পরিচালনায় অনুষ্টিত অালোচনা সভায়
সর্বসম্মতিক্রম আগামী ১৩ জানুয়ারী ২০১৭ ইংরেজি শুক্রবার ছাত্র জমিয়ত জামেয়া দারুল হাদিস সৈয়দপুর মাদ্রাসা শাখার অভিষেক অনুষ্টানের তারিখ ধার্য করা হয়েছে।
অালোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্হিত ছিলেন, এম নাছির আহমদ তালুকদার, এম শাহনুর আহমদ, এম আঃনূর পাঠান, এম উবাইদুল্লাহ, এম আব্দুল মান্নান, এম জাবের হুসাইন, এম আব্দুল মান্নান, হাফিজ সৈয়দ নাহিদ আহমদ, মোঃ ফয়জুল করীম, মোঃ মইনুল ইসলাম, মোঃ উমর ফারুক, মোঃ ছাদিকুর রহমান, হা: জাহিদ আহমদ,
মোঃ সিদ্দিক খাঁন, মোঃ ইয়াহীয়া আহমদ, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ জাকির হুসাইন, মোঃ মুসলিম উদ্দিন, হাফিজ আখতার হুসাইন, মোঃ মুনাইম আহমদ,মোঃ আলি হাসান, মোঃখালেদ আহমদ, সৈয়দ সোহেল আহমদ, সৈয়দ খুবাইব আহমদ, সৈয়দ আদিল সরদার, সৈয়দ আশফাক আলী প্রমুখ।
অালোচনা সভা শেষে জামেয়ার দীর্ঘ দিনের সফল মুহতামিম মরহুম হাফিজ মাওলানা মুফতি সৈয়দ মুতিউর রহমানের জন্য বিশেষ দো’আর মাধ্যমে অালোচনা সভা সমাপ্ত হয়। সংবাদ বিজ্ঞপ্তি










