আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জীবনটা প্রায় শেষ, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন : শাহ মাহফুজুল করিম

জীবন বাজি রেখে বিএনপি করলাম, হাজার হাজার ভুমিকা রাখলাম, লাখ লাখ টাকা ব্যয় করলাম, শত শত নেতা কর্মী ও ভোট সৃষ্টি করলাম, ৯৬ সালে আওয়ামী ছুবলে ৩ মাস ২৭ দিন ডিটেনশন সহ জেল খাটলাম। আরো কতকিছু কিন্তু সব ভুল ছিলো। শতশত মানুষের উপকার করলাম সবসময় তৌফিক মতো সহায়তা করলাম ও করি। পাশাপাশি নিজ টাকা খরচ করে সালিসি বৈঠকে যাই। এখনো দৈনিক ১৫০০, ২০০০ খরচ করি। স্কুল মাদ্রাসা এতিম অসহায় মিসকিন সহ গরীব দের কে তৌফিক মতো সহায়তা করি, এটাও সেরা ভুল ছিলো। সামাজিক সহ প্রতিটি বিষয়ে নিঃস্বার্থ ভাবে ভুমিকা রাখি এখনো, এটাও ভুল ছিলো। দাবা খেলা শেখার পর জগন্নাথপুর উপজেলার সভাপতি থেকে কেন্দ্র পর্যন্ত দাবা বিষয়ে সবসময় ভুমিকা রেখে আসছি এখনো পাশে আছি। ২০০৮ সালে ক্লাসিক চেস ক্লাব প্রতিষ্ঠা করি যা পৃথিবীর সব দেশে পরিচিতি অর্জন করছে, ঐ ক্লাবের সাইফুল চৌধুরী ও টুটুল ধর বর্তমানে ক্যান্ডিডেট মাষ্টার (সি এম) হয়েছে। শতশত দাবাড়ু সৃষ্টি করলাম এবং তৌফিক মতো সহায়তা করলাম ও করে আসছি।

নিজ বংশের জন্য সবসময় জান বাজি রেখে ভুমিকা সবসময় রাখি ও রাখবো। সবসময় সত্যের পক্ষে ভুমিকা রাখার চেষ্টা করি। ঐ সব ও শতভাগ ভুল ছিলো। জীবনে রাজনীতি, দাবা, ক্লাব, স্কুল, মসজিদ, থেকে শুরু করে শতশত পদ পদবী পেয়েছি, এখনো অনেক টায় আছি, এটাও শতভাগ ভুল। আমার জন্ম ভুমিকা সহায়তা উপকার পাশে থাকা, সব এখন দাজ্জালের সাথে মিশে গেছে। চিন্তা করে দেখলাম জন্ম থেকে এ যাবত যা করছি সব ভুল আর ভুল। এখন বয়স হয়ে গেছে তাই পৃথিবীর কোন রাস্তা সহজ সরল পবিত্র খুজতেছি। এত ভুল করার পরও এখনো জীবিত আছি আল্লাহর লাখ লাখ শুকরিয়া। পৃথিবী যতটুকু ভয়ানক ও ভয়াবহ, এর চেয়ে ১ হাজার গুণ ভয়ানক ভয়াবহ হচ্ছে মানুষ। যতদিন বেঁচে থাকবো সত্য কে সত্য, মিথ্যা কে মিথ্যা বলেই যাব ইনশাআল্লাহ। বন্ধু বান্ধব বান্ধবী আত্মীয় স্বজন সহ পৃথিবীর যে যেখানে আছেন সবাই কে সালাম ও শুভেচ্ছা, আমার জন্য একটু দুয়া করবেন যাতে সঠিক শুদ্ধ রাস্তা খুঁজে পাই। হায়রে ভুল, হায়রে আমি, হায়রে মানুষ, হায়রে সমাজ, হায়রে বিবেক বিবেচনা ও বিচার, বড্ড আফসোস জীবন টা প্রায় শেষ, কিন্তু এখনো নার্সারীর ছাত্র হতে পারলামনা। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজীবন। আমার মতো বোকা না হয়ে চলার জন্য সবাই কে বিশেষ অনুরোধ রইলো।

লেখক: শাহ মাহফুজুল করিম। সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক জগন্নাথপুর উপজেলা যুবদল। গ্রাম: ইসহাকপুর, ভবের বাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জ- মোবাঃ 01760500658

এখানে ক্লিক করে শেয়ার করুণ