আতিকুর রহমান :: সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২শ বোতল বিদেশি মদসহ সুকেষ আচার্য (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে মদসহ মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। সুকেষ আচার্য দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল নতুনপাড়া গ্রামের বাসিন্দা। জানা যায়, সুকেষ আচার্য দীর্ঘদিন ধরে ছাতক, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ছাতক কোর্ট পয়েন্ট এলাকায় মাদক বিক্রি করার জন্য আসে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. সিকান্দারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১১০ বোতল ফেন্সিডিল, ৬৮ বোতল এসি ব্ল্যাক এবং ২২ বোতল ম্যাকডাউয়েল’স নামীয় বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।
ছাতকে ২শ বোতল বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার
১৪ নভেম্বর ২০২৪, ১:৪৬ অপরাহ্ন |
পোস্টটি ৮৫ বার পড়া হয়েছে