আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দেশে ফিরলেন বিশ্বজয়ী হাফেজ আনাস «» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন





ব্যাংকে টাকা না পেয়ে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ন্যাশনাল ব্যাংকের শাখায় টাকা না পেয়ে প্রধান ফটকে তালা দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে পৌর শহরে ন্যাশনাল ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ব্যাংকে টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা তালা ঝুলিয়ে দেন। এসময় তারা অভিযোগ করেন, প্রতিদিন একবার করে টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা তুলতে পারছেন না। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নুর আহমেদ নামে এক গ্রাহক বলেন, ‘আমি পাশের উপজেলা বড়লেখা থেকে প্রতিদিন টাকার জন্য এসে ঘুরে গেলেও টাকা পাচ্ছি না। আমরা কোনো বিশৃঙ্খলা করছি না, শান্তিপূর্ণভাবে প্রধান ফটকে তালা দিয়েছি।’ মাছুম আহমদ নামের অপর এক গ্রাহক জানান, তার বোনের সাত লাখ টাকা তোলার জন্য কয়েক দিন থেকে ঘুরছেন কিন্তু কোনো সাড়া পাচ্ছেন না। এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংকের ইনচার্জ সুন্দর আলী জানান, সারাদেশের ন্যাশনাল ব্যাংকে নগদ টাকার সঙ্কট রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলেছেন। এর আগে ৩০ অক্টোবর টাকা না পেয়ে সিলেট মহানগরীর শিবগঞ্জ এলাকার ন্যাশনাল ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ