আজ, , ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» ঢালাও মামলায় বিব্রত সরকার: আইন উপদেষ্টা «» জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা «» মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে দিনব্যাপী সেবাগ্রহীতা কর্মশালা «» পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক «» জগন্নাথপুরে মসজিদ কমিটি নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত- ১, আহত ৫০ «» ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ইউএনও’র মতবিনিময় «» সাংবাদিক কাজী মমতাজের পিতা মাহমুদ আলীর ২৫তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» কঠোর হচ্ছে ব্রিটেন, বিপাকে বাংলাদেশিরাও «» প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রকে অপহরণ, তরুণী গ্রেফতার «» কবরস্থানে নবজাতকের কান্না শুনে উদ্ধার করলেন শিক্ষিকা





দিশেহারা মানুষ আজ মুক্তির নেশায় বিভোর- কে এম আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট অংকুর-এর উপদেষ্টা ও স্বপ্নঘুড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, দিশেহারা মানুষ আজ মুক্তির নেশায় বিভোর। কিন্তু কিসে সে মুক্তি! রাসুলুল্লাহ (সাঃ)- এর জীবনের মাঝেই নিহীত রয়েছে মানুষের ইহ-পরকালীন মুক্তি। সেই মুক্তির পথেই সবাইকে ফিরে আসতে হবে। তিনি ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ অনুস্মরণের আহবান জানান। জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর, সিলেট-এর উদ্যোগে মাসব্যাপী মহানবী (সাঃ) এর জীবনী পাঠ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জননেতা কে এম আবদুল্লাহ আল মামুন তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার (৮ নভেম্বর) সকালে সিলেট নগরীর উপশহরস্থ সিলেট মডেল মাদরাসা ক্যাম্পাসে অংকুর সিলেটের পরিচালক খসরুল আলমের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শফি উদ্দিন শাফীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য লুমিনাস স্কুলের স্বনামধন্য অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, দারুন্নাজাত মডেল মাদরাসা সিলেটের পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, সিলেট মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, মারকাযুল মদিনা হিফজ মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা আবদুল হামিদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন দারুন্নাজাত মডেল মাদরাসার সহকারি শিক্ষা সচিব তাহের আব্দুল্লাহ, শাহজালাল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ তাজ উদ্দিন। প্রতিযোগিতায় দুটি গ্রুপ ছিল। দুটি গ্রুপে ৫ জন করে মোট ১০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে ‘সার্টিফিকেট ফর পার্টিসিপেশন’ প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ