আজ, , ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি’র র‌্যালী

নিজস্ব প্রতিবেদক :: গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনের প্রত্যয়ে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডস্থ বিএনপি কার্যালয়ের সামন হতে একটি বিশাল শোভাযাত্রা বের করে বিএনপি ও অঙ্গসংগঠন। শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোসন বখত চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালয়নায় এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, আকবর আলী, শেরেনূর আলী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আবুল কালাম, এডভোকেট জিয়াউর রহমান শাহীন, এডভোকেট মাসুক আলস,নজরুল ইসলাম, আব্দুল মুকিত, ফারুক আহমদ, আনছার উদ্দিন, আ.ত.ম মিছবাহ, রেজাউল হক, আনিছুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রচেষ্টায় এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের আত্মত্যাগের বিনিময়ে এদেশ থেকে স্বেরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। অন্তবর্তিকালীন সরকার দেশ গঠনের দায়িত্ব নিয়েছে। আমরা সরকার নির্দিষ্ট এই সময় দিতে চাই। আশা করবো সরকার দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবেন। দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের সোচ্চার থাকতে নির্দেশনা দেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ