আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন «» বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ৯ ইউপি সদস্য





রাগ দমনকারীর জন্য মহানবী (সা.)- এর সুসংবাদ

আবরার নাঈম: 

 

আল্লাহ তাআলা মানুষকে বিচিত্ররূপে সৃষ্টি করেছেন। গায়ের রঙে যেমন রয়েছে ভিন্নতা, তেমনই মন-মেজাজেও বিচিত্রতা স্পষ্ট। কেউ খুব ধৈর্য ও সহনশীল। আবার কেউ অধিক রাগী। কারণবশত রাগ উঠাটা স্বাভাবিক হলেও অল্পতে রেগে যাওয়া মানবীয় ত্রুটি। যা ইসলামে নিন্দিত। নবী (সা.) রাগ নিয়ন্ত্রণ করাকে প্রকৃত বীরত্ব বলে আখ্যা দিয়েছেন। আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসুল (সা.) বলেন, তোমাদের মধ্যকার কোনো ব্যক্তিকে তোমরা বড় বীর মনে করো? সাহাবিগণ বলেন, যাকে কেউ যুদ্ধে হারাতে পারে না। রাসুল (সা.) বললেন, না, বরং প্রকৃত বীর হলো সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। (আবু দাউদ, হাদিস : ৪৭৭৯)।

 

রাগ দমনে করণীয়-

 

১. দাঁড়ানো থেকে বসে যাওয়া। আবু যর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, তোমাদের কারোর যদি দাড়াঁনো অবস্থায় রাগের উদ্রেক হয়, তাহলে সে যেন বসে পরে। এতে যদি তার রাগ দুর হয় তো ভালো, অন্যথায় সে যেনো শুয়ে পরে। (আবু দাউদ, হাদিস : ৪৭৮২)।

২. অজু করা। (আবু দাউদ, হাদিস : ৪৭৮৪)।

 

৩. আল্লাহর আশ্রয় চাওয়া। হযরত সুলাইমান ইবনু সুরাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, দুই ব্যক্তি রাসুল (সা.)-এর সামনে পরস্পরকে গালি দিতে লাগল। তাদের একজনের চোখ লাল হতে থাকে ও ঘাড়ের রগ মোটা হতে থাকে। রাসুল (সা.) বললেন, আমি অবশ্যই এমন একটি বাক্য জানি এ ব্যক্তি তা বললে নিশ্চয়ই তার রাগ চলে যাবে। তা হলো, অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি। লোকটি বলল, আপনি কি আমার পাগল ভাব দেখছেন! (আবু দাউদ, হাদিস : ৪৭৮১)
রাগ দমনের পুরস্কার। রাগ দমনকারীকে আল্লাহ ভালোবাসেন। ইরশাদ হয়েছে, এবং যারা রাগ দমন করে ও লোকদের ক্ষমা করে। আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪)

এখানে ক্লিক করে শেয়ার করুণ