আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





প্রবাসীর বাড়িতে ডাকাত দলের হানা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামস্থ কাতার প্রবাসী বিলাল আহমদের বাড়িতে হানা দিয়ে ছিলো মুখোশধারী একদল স্বশস্ত্র ডাকাত। কিন্তু ঘরের দরজা ভাঙঙ্গার শব্দ পেয়ে প্রবাসীর পরিবারের লোকজন ঘুম থেকে জেগে ঘরের বাতি জালিয়ে দেওয়ায় সাথে সাথেই ডাকাত দল সেখান থেকে পালিয়ে যায়। এরপূর্বে অস্ত্রধারী সেই ডাকাত দল প্রবাসী বাড়ির বারান্দার গ্রীল কেটে বারান্দায় প্রবেশ করে গেইটের তালা ভেঙ্গে উন্মুক্ত করে রাখে মূল গেইট। ঘটনাটি রোববার (৩ নভেম্বর) দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে। প্রবাসীর বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, বসতঘরের বেলকনির গ্রীলের চারটি রড কেটে বারান্দায় প্রবেশ করছে মুখোশধারী হাফপ্যান্ট পরিহিত ডাকাত দলের ৪-৫ সদস্য। তাদের প্রত্যেকের হাতেই রয়েছে আগ্নেয়াস্ত্র’সহ দেশীয় নানান রকমের অস্ত্র-সস্ত্র। বারান্দায় প্রবেশ করেই তারা প্রধান গেইটের তালা ভেঙ্গে উন্মুক্ত করে রাখে। এর একটু সময় পরই আবার দ্রুত বারান্দা থেকে বাহিরে চলে যেতে দেখা যায় ডাকাত দলের সেই সদস্যদেরকে।

কাতার প্রবাসী বিলালের ভাই দুলাল আহমদ বলেন, গত রাত (রোরবার দিবাগত) ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে একদল অস্ত্রধারী ডাকাত দল আমাদের বাড়িতে প্রবেশ করে। তার বেলকনির গ্রীলের রড কেটে বারান্দা পর্যন্ত পৌঁছে যায়। রাতে আমার ভাবী পাশের রুম থেকে ফোন করে আমাকে জানান কারা নাকি আমাদের বাড়ির গেইট খুলছে। তখন আমি আলো জ্বালাই। এরপর বাহিরে বের হলেও কিছুই দেখতে না পেয়ে আবার ঘরে এসে ঘুমিয়ে যাই। (সোমবার) দুপুর ১২টার দিকে হঠাৎ আমাদের নজরে পড়ে বেলকনির গ্রীল কাটার বিষয়টি। তখনই আমি সিসিটিভি চেক করি। আর বুঝতে পারি ঘুম থেকে জেগে যাওয়ার কারণেই নির্ঘাত ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছি আমরা। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পাঠানো হয়। এব্যাপারে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে এব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে। আর কেউ অভিযোগ না করলেও পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ