আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা «» প্রেসক্লাবে শিক্ষানুরাগী আব্দুল হান্নানকে সংবর্ধনা «» খালেদা জিয়ার সাথে ৩ ছাত্র উপদেষ্টার কুশল বিনিময় «» ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার «» মাদ্রাসা অঙ্গনে পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী ২৫০ জন শিক্ষকের সংবর্ধনা «» জগন্নাথপুরে পরীক্ষায় ফেল করায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা «» জগন্নাথপুরে চুরির মামলার পলাতক আসামি গ্রেফতার «» জগন্নাথপুরে এমএ মান্নানসহ আ.লীগের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা «» নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন «» ব্যারিস্টার সুমনের দুই দিনের রিমান্ডে, আদালতে জুতা ও ডিম নিক্ষেপ





খালেদা জিয়ার সাথে ৩ ছাত্র উপদেষ্টার কুশল বিনিময়

ডেস্ক রিপোর্ট :: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা মাহফুজ আলম। সরকারি চাকরিতে কোটা ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব থেকে সামনে আসেন এই তিন উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে কুশল বিনিময় করেন তারা। এ সময় বিএনপি চেয়ারপারসন জুলাই-আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন। কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ফেইসবুক আইডিতে তিনটি ছবি শেয়ার দিয়ে লিখেন, ‘আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত।’ এছাড়া, কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এ উপদেষ্টা তার ফেইসবুক পেজে লিখেন, সোনালী অতীত, গর্বিত ভবিষ্যৎ। দীর্ঘ একযুগ পর ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান খালেদা জিয়া। এরআগে বৃহস্পতিবার গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাড়ে ৩টার দিকে রওনা দিয়ে বিকেল পৌনে ৪ টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান তিনি। ২০১৮ সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন। ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন। এছাড়া ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর এক যুগ পর বৃহস্পতিবার সেনাকুঞ্জে গেলেন বিএনপি প্রধান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ