ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিস পর্তুগাল শাখার উদ্যোগে “মহানবীর জীবনাদর্শ ও আজকের প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভা পর্তুগালের রাজধানী লিসবনের একটি অভিজাত রেস্টুরেন্টে শাখার সভাপতি মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ জাবির আহমদ ও হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক- এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ জুনায়েদ আহমদ। সভায় প্রধান অঅতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর ও ইউরোপ-আমেরিকা জোনের পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পর্তুগাল শাখার আহবায়ক সেলিম আহমদ চৌধুরী, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ পর্তুগালের সভাপতি এডভোকেট জাকির হামীদি, মাওলানা মতিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস পর্তুগাল শাখার সহ সভাপতি মাওলানা শাহ রশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহরুপ আলম, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফাহিয়ান আহমদ চৌধুরী, বায়তুলমাল সম্পাদক রাশেদুজ্জামান, মাওলানা কুদরত উল্ল্যাহ শরিফ, সাবেক ছাত্র নেতা নোমান সাদী প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।
পর্তুগালে খেলাফত মজলিসের সীরাত মাহফিল সম্পন্ন
২ নভেম্বর ২০২৪, ৯:২১ অপরাহ্ন |
পোস্টটি ৯৬ বার পড়া হয়েছে