আজ, , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ «» ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান ড. ইউনূসের «» ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম «» ছাতকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন’র ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন «» ছাতকে গলায় ফাঁস লাগিয়ে প্রবাসীর স্ত্রী’র আত্মহত্যা «» জগন্নাথপুরে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনকে বিশাল সংবর্ধনা «» জগন্নাথপুর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ও মজলিশে শূরা গঠন সম্পন্ন «» সুনামগঞ্জ জেলার প্রত্যেক আসনে জমিয়তের প্রার্থী থাকবে- মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী «» পূবালী ব্যাংক বড়লেখা শাখার ইসলামী কর্ণার- এর উদ্বোধন «» বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ৯ ইউপি সদস্য





বড় সংগ্রহে দক্ষিণ আফ্রিকা, তাইজুলের ৫ উইকেট

ডেস্ক রিপোর্ট :: প্রথম দিনের পর দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। ডি জর্জি আর বেডিংহামের প্রত্যাশিত শুরুর পর লাঞ্চ বিরতির আগে ৫ রান তুলতে তিন উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয়েছে ২৯ ওভার। উঠেছে ১০৬ রান। দক্ষিণ আফ্রিকা উইকেট হারিয়েছে ৩টি। প্রথম দিনে ২ উইকেটে ৩০৭ রান করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে বড় স্কোর করার ইঙ্গিত দিয়ে রেখেছিল। টনি ডি জর্জি ও স্টাবস মিলে করেন ৭৯ রান। আগের দিন ১৪১ রানে অপরাজিত থাকা জর্জি খেলেছেন ১৭৭ রানের ইনিংস। তাকে এলবিড্লিুর ফাঁদে ফেলেন তাইজুল। ডি জর্জি রিভিউ নিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। এর আগে ৫৯ রান করা বেডিংহামকেও বোল্ড করেন এই স্পিনার। বেশিক্ষণ তিথু হতে পারেননি গত টেস্টের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাও। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। মীর ফরিদ প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়া তাইজুল আরও একবার ৫ উইকেটের স্বাদ পেলেন। পাঁচ উইকেট নিয়ে আরেকটি মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ (৫২টি) উইকেট তার। যেখানে ৬৮ উইকেট নিয়ে ওপরে আছেন সাকিব আল হাসান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ