আজ, , ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে বিদ্যুতের যন্ত্রনায অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলাবাসী। কয়েক দিন ধরে উপজেলায় অস্বাভাবিকভাবে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে।

জনাগেছে, বিদ্যুতের লোডশেডিংয়ে সীমাহীন দুর্ভোগে ভুগতে হচ্ছে উপজেলার মানুষ। অনেকের ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হচ্ছে। পানির মটর চলছে না। বিদ্যুৎ বিভ্রাট আর গরমে বাচ্ছারা অসুস্থ হয়ে পড়ছে। এক দিকে গরম অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা বানিজ্য ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু জানান, কয়েক দিন ধরে প্রচণ্ড গরমের পাশাপাশি ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। পাশাপাশি শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তির মধ্যে আছেন।
উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও- আটঘর গ্রামের মোঃ ইসহাক মিয়া জানান, এক ঘন্টা বিদ্যুৎ মিললে, তিন ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় না। একদিকে বিদ্যুতের যন্ত্রনা অন্যদিকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছি আমরা।
এদিকে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভের ঝড় বইছে। বিদ্যুতের সীমাহীন দুর্ভোগে ক্ষুব্ধ গ্রাহকরা জানান, শুধু লোডশেডিং নয় ভুতুড়ে বিদ্যুৎ বিলেও অতিষ্ঠ আমরা।
এখানে ক্লিক করে শেয়ার করুণ