আজ, , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» দুর্নীতির মহামারী থেকে দেশকে রক্ষার জন্য নৈতিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব তৈরি করতে হবে- ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি «» ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন «» শান্তিগঞ্জের জয়কলসে বিএনপির কর্মীসভা «» খেলাফত প্রতিষ্ঠার কাজ করে জীবনের শেষ সময়টুকু অতিবাহিত করতে চাই- এড. মাও. শাহীনুর পাশা চৌধুরী «» ওয়াজ মাহফিল নিয়ে একটি পক্ষের ফায়দা হাসিলের চেষ্টা «» বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন «» কথা বলব ভেবে চিন্তে «» বিশ্বনাথে দেবরের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ ভাবির «» শায়খুল হাদিস রাহ. আজীবন খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন- মাওঃ নুরুদ্দিন «» শান্তিগঞ্জে স্থাপিত হচ্ছে বিয়াম ল্যাবরেটরি স্কুল: আনুষ্ঠানিক ভাবে ২ কোটি টাকা মূল্যের জায়গা দান করলেন ডা. আবু সাঈদ ও তাঁর সহধর্মিণী ডা. সুলতানা





জগন্নাথপুরে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে বিদ্যুতের যন্ত্রনায অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলাবাসী। কয়েক দিন ধরে উপজেলায় অস্বাভাবিকভাবে বিদ্যুতের লোডশেডিং শুরু হয়েছে।

জনাগেছে, বিদ্যুতের লোডশেডিংয়ে সীমাহীন দুর্ভোগে ভুগতে হচ্ছে উপজেলার মানুষ। অনেকের ফ্রিজে থাকা জিনিসপত্র নষ্ট হচ্ছে। পানির মটর চলছে না। বিদ্যুৎ বিভ্রাট আর গরমে বাচ্ছারা অসুস্থ হয়ে পড়ছে। এক দিকে গরম অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ব্যবসা বানিজ্য ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারন সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু জানান, কয়েক দিন ধরে প্রচণ্ড গরমের পাশাপাশি ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। পাশাপাশি শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তির মধ্যে আছেন।
উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও- আটঘর গ্রামের মোঃ ইসহাক মিয়া জানান, এক ঘন্টা বিদ্যুৎ মিললে, তিন ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায় না। একদিকে বিদ্যুতের যন্ত্রনা অন্যদিকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছি আমরা।
এদিকে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভের ঝড় বইছে। বিদ্যুতের সীমাহীন দুর্ভোগে ক্ষুব্ধ গ্রাহকরা জানান, শুধু লোডশেডিং নয় ভুতুড়ে বিদ্যুৎ বিলেও অতিষ্ঠ আমরা।
এখানে ক্লিক করে শেয়ার করুণ