ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে রাজন মিয়া নামের এক যুবক পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়ার পর আজ রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে নিখোঁজ যুবকের লাশ পানির উপরে ভেসে উঠেছে।
জানাযায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর সড়কের শংকরখালী ভাঙা নামক স্থানে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গরুকে গোসল করানোর জন্য পানিতে নামেন কুবাজপুর (আহমাদাবাদ) গ্রামের আফরোজ মিয়ার ছেলে রাজন মিয়া (২২)। এ সময় পানির স্লোতে ভেসে যায় সে। রাজন মিয়া পানিতে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অনেক চেষ্টা করে উদ্ধার করতে পারেনি। অবশেষে আজ রোববার বিকেলে নিখোঁজ যুবকের লাশ পানির উপরে ভেসে উঠে।