আজ, , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





ডুবন্ত ঈমান : নজরুল ইসলাম আসলমী

আমনুনে জন্ম নেয়া ঈমানের চাষ
আসমানী রীতি মেনে হয় বসবাস।

অন্তরেতে স্থান দেয়া জবানে প্রকাশ
ঈমান তাকেই বলি-ইলাহার দাস।

 

জীব্রিল সে মালাইকা রাসুলকে ডাকে
দীক্ষা দেন ঈমানের মূলনীতি তাঁকে।

প্রভু আর নবীগণ প্রেরিত কিতাব
তকদিরে ভালমন্দে সফলতা লাভ।

 

জিন্দা হবেই আবার হাশরের দিন
ইয়াদ রাখো মুমিনে ইসলাম দ্বীন।

আসমানী সওগাত রাহমাত দানে
ঈমানেই চিরসুখ প্রতিদান আনে।

 

ইসলাম দাবি করো আ’দতের হেলা
বে’আমলে কঠোরতা কিয়ামত বেলা।

সিলসিলা মুসলিম জন্মেও কিনান
তাকওয়া বিহীন সব ডুবন্ত ঈমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ