কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
হায় হায় আমি সব মানি তালগাছ আমার,
পোশাক পরিবর্তন হয়েছে নেতার,
বডি রয়েছে ঠিক জায়গায়,
খাজুর আর পানি খেয়ে হয়েছে কারবার।
যে যাই বলুক পদ দিতে হবে বাবা আমার,
কাজের বেলায় কোন কাজ নাই,
চে্হারা ঝলকায় চমক তারার।
যোগ্যতার নাই দরকার,
টাকা উড়ালেই হয়ে যায় কারবার,
লোভী নেতা ধৈর্য নাই তার,
নগদ পেতে চায় তার চেয়ার।
কত নেতা দেখিলাম স্বার্থের পিছনে না ঘুরিলাম,
নি: স্বার্থে পদ পদবী ছাড় দিলাম,
নেতার কাছ থেকে কি পেলাম?
নেতা নিজের স্বার্থে অন্যকে ছুড়ে ফেলতে দেখিলাম,
ইসলামী জ্ঞান পিপাসুরা পদ চেয়ে নেই নাই বুঝিলাম,
কেন পদের জন্য বহু দূর সফর করিলাম?
খাজুর আর পানি খেয়ে শান্তি পেলাম।
মুনাফিক মার্কা নেতা কোন দিন শান্তিতে থাকতে পারে নাই,
সহকর্মীদের সাথে গাদ্দারী করে ঠিকে থাকতে দেখি নাই,
দেশ থেকে দেশান্তর হতে দিশেহারা হয়ে যাই,
কর্মফল ভোগ করতে হবে নামধারী দ্বীনি ভাই।
লেখক:- কাজী ও সাংবাদিক।










