কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
যে সকল শালাগো তেল দিতে পারবা,
সে সকল শালাগো দুলাভাই নাক বরাবর ডাকবা।
দুলাভাইর তেল নাই,
শালাগো নাক বরাবরও ডাক নাই।
সমাজের তেলবাজদের অবস্থার শেষ নাই,
তেল নাই দেখবা দুলাভাইগো কাছে নাই।
পোলাইন জন্মমিল আদর পেল আব্বা আব্বা ডাকল,
পোলাইন যখন বড় হল আব্বা তখন পোলা হয়েগেল।
সময়ের বিবর্তনে সমাজের চিত্র বড় বিচিত্র,
অপেক্ষার প্রহর গুণে গুণে বাধ্য হয়ে লিখি চিত্র।
সময় আসবে অপেক্ষা কর জাদু পুত্র ছদ্ম নাম নীলো,
তখন মনে পড়বে আব্বা আব্বা নাম কি মধুর ছিল।
যাহা করিনা কেন বান্দা আপনার লাগিয়া,
প্রকৃতি ফেরত দেয় তাতে আনন্দ আর বেদনা হোক পাবে বুঝিয়া।
লেখক:- কাজী ও সাংবাদিক