আজ, , ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





হায়রে পাপী তাপী বাঁচার উপায় খোজ

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

আহ! চার দিকে ধর্ষণ আর মারা-মারি চাঁদাবাজী ডাকাতি ছিনতাই লুন্ঠন, ক্ষমতার ঝনঝনানী কি থাকে সারা জীবন।

মানুষ হতে নৈতিকতাকে করতে হবে বরণ,
গত ৫ই আগষ্টকে স্মরণ করলে হবে উত্তরণ।

এ দেশের দামাল ছাত্র জনতা ফ্যাসিস্টের হাত থেকে উদ্ধার করেছে জিম্মি দশা থেকে, এখন যা শুরু করেছে আবাল বনিতা বৃদ্ধা দেশ ধবংস করতে।

লোভ হিংসা পরিহার করে বুঝতে হবে উচু পথ পথ নয় নীচু পথ পথ, ধবংসের ঘেরাকলে ছদ্ম নাম সরাফত আবার দেশ উদ্ধারে বরণ করবে শাহাদত।

চরিত্রের পরিবর্তন না হলে দেশে শান্তি আসবেনা কখনো,
তাই জীবনের জৈবিক চাহিদা লোভ হিংসা দূর করতে যুদ্ধ কর নিজের মনের সনো।

হায়রে পাপী তাপী বাঁচার উপায় খোজ, শান্তি পেতে অট্রালিকা ছেড়ে আল্লাহকে বুঝ।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ