কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
রমযান মাস চলমান বুঝলাম,
টাকার নাম জয়রাম,
টাকা হলে হয় সব কাম।
জীবন বরবাদ করে ফেলেছি,
খবর নাই লেগেছে জ্যাম,
লোভ হিংসা অহংকার ছেড়ে আগাতে হবে,
না হয় পাবে অসম্মান।
মরণ আসবে মনে রাখতে হবে,
ভূলেগেলে হবেনা জীবন বরবাদ হবে।
জীবনের তাগিদে টাকার দরকার,
তাই বলে কি টাকার জন্য হুতুম পেঁচার মত করবে কাজ কারবার।
যার যার পেশা মর্যাদার অন্তরে কি কারবার,
পেশাকে করা যাবেনা স্বার্থেরবাগার।
জানি সব মানি কয়জনা,
না মানলে পেতে হয় লাঞ্চনা।
ক্ষনিকের এই পৃথিবীতে দেখা যায় কত লীলা খেলা,
ভাবের জগতে প্রবেশিলে জীবন আউলা ঝাউলা।
কত দেখিলাম বাস্তব সত্য যায় একে দশ,
হারিয়ে ধন বুঝ আসে তখন কান্না ছাড়া আর কি করণ।
জীবন চালাতে ডাল ভাতের মাঝে মঝাই অন্যরকম রাখতে হবে বিশ্বাস,
অট্রালিকায় বাস কষ্ট ছাড়া শান্তি নাই জীবনে হায়হুতাশ।
হারামে আরাম নাই শতভাগ সত্য,
সাময়িক আয়েশ আরামের জন্য জীবন রিক্ত।
রমজানের উছিলায় গোনাহ মাফ চাও,
রহমত মাগফিরাত আল্লাহ নাজাত দাও।
লেখক:- কাজী ও সাংবাদিক।