কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ
হাবিগোষ্টির মেলা ডটকম,
শুধু মুখোশ পাল্টাই এটাই বেশ-কম,
খানি হোক কম,
জীবন আমার ব্যতিক্রম।
লাফালাফি যার ধ্যান,
জীবন হবে খান খান,
এত লাফাস ক্যান সোনারচান,
ভুলে গেছিস কি পুরানো খান?
হাজার কাউয়া এক বাড়ই,
বুজলে বুঝপাতা না হয় কড়ই,
এত বারা বারি করে কি হবে বান্দই,
নাটাই আমার হাতে টান দিলেই পড়ই।
সত্য সমাগত মিথ্যা বিতাড়িত,
চকচক করলেই সোনা হয়না সে টা অভিশপ্ত,
অতীত কাউকে ক্ষমা করেনা হয়না বিলুপ্ত,
ধৈর্য মহত্বের লক্ষণ তাড়াতাড়ি করে হইওনা যুক্ত।
লেখক:- কাজী ও সাংবাদিক।