জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে খোলাচিঠি- শেখ জুবায়ের আহমেদ আনহার
- Update Time : ১০:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
প্রিয় সুনামগঞ্জ জেলার প্রতিটা উপজেলার, ইউনিয়নের,পৌরসভার চেয়ারম্যান, মেম্বার,কাউন্সিলর,মহিলা সদস্য আমার গুরুজন সমতুল্য ভাই বোনেরা,,,,,
আসসালামুয়ালাইকুম।নিশ্চয়ই আপনারা সবাই ভাল আছেন।আপনারা সবাই অবশ্যই জেলা পরিষদ নির্বাচনে কাকে ভোট প্রদান করবেন তা মনে মনে ভেবেই রেখেছেন।আপনাদের কে আমরা সাধারণ জনগন ভোট দিয়ে নির্বাচিত করেছি আমাদের উন্নয়নের আশায়।প্রত্যেক কেই আমরা নিজ নিজ যোগ্যতম আসনে সম্মান করে বসিয়েছি কিছু পাবার আশায়।হ্যা,আমাদের কে কিছু দিতে হলে আপনারাও তা এনে দিতে হবেন।সে ক্ষেত্রে কোথা থেকে,কিভাবে এনে দেবেন তা আপনারা খুব ভাল করেই জানেন।একজন জেলা প্রশাসক একজন প্রতিনিধির জন্য চাইলে অনেক কিছুই করতে পারেন।যা আমরা সুনামগঞ্জের প্রত্যেকটা জায়গায় ব্যারিস্টার ইমন ভাইয়ের ফলক দেখেই বুঝতে পারছি।বঙ্গবন্ধু হত্যা মামলার একজন এটর্নি জেনারেল হিসাবে,একজন সংসদ সদস্যের ছেলে হিসাবে,দুই দুইবারের সাবেক জেলা প্রশাসক হিসাবে,জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক হিসাবে,জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে ব্যারিস্টার ইমন কোন অংশে অন্য প্রার্থীরর চেয়ে ৩ গুন এগিয়ে নেই?????
আপনাদের বিবেক আছে বলেই আপনাদের উপর আস্তা রেখে আমরা জনগন আপনাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি।এবার আপনাদের দায়িত্ব পালন করুন।আপনাদের এক ছোট ভাই হিসাবে আপনার ভোটটি চশমা প্রতিকে ভিক্ষা চাইতেছি।দয়া করে আপনার ভোটটি কাজে লাগান।সঠিক ব্যক্তিকে যোগ্য আসন ফিরিয়ে দিয়ে সুনামগঞ্জের জ্বালাও পোড়াও রাজনিতির অবসান করুন।জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দিয়ে ২৮ তারিখ ইমন ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করেন দেখিয়ে দিন সুনামগঞ্জের মাটি আওয়ামীলীগ এর ঘাটি।
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
আপনাদের স্নেহের,
শেখ জুবায়ের আহমেদ আনহার
মোবাঃ 01724187492


























