০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী- সৈয়দ রিয়াজ অাহমদ
- Update Time : ১১:২৬:১১ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
গাহি সাম্যের গান
পুরুষ নারী সবারে আমি করি সম সম্মান।
জগতের সব ভাল-খারাপ নারী পুরুষ গেতেছে,
একা নয় কার অবধান।
নারী হয় প্রেরনা দাতা, যত হয়েছে সংগ্রাম,
পুরুষ সে করেছে যুদ্ধ, পেয়েছে বীরের খেতাব।
নারী বিনা পুরুষ নহে পূর্ন
তবে কেন নারীর অপমান?
কেন নারীবিনা চলে না জীবন
নারী তোমার প্রভাত।
একহাতে বাজে না তালি
সবার আছে অপরাদ,
কেন আকর্ষী হয়ে চল তোমি
তোমারে দেখি মনে হয়না মা, বগনী?
পুরুষ জাতী নারী প্রতি আকর্ষীত
যেমনি তোমি পুরুষের প্রতি।
তাই এসো বেহায়াপনা ছেরে
নিজেকে বাচাবার তরে,
জাগ্রত কর দেহে কর্মে
নিজ নিজ ধর্মকে।
ধর্মবীহিন জাতি আশান্ত
ধর্ম ছারা সব মতবাদ কর বন্ধ।
তবেই কাজেও কর্মে নারী
স্বাধীনতা খুজে পাবে,
আসবে ফিরে সত্যিকারের সাম্য।




























