আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





শান্তিগঞ্জে দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ নভেম্বর) সকাল ১১ টায় দামোধরতী মাহমুদপুর দাখিল মাদ্রাসার হল রুমে মাদ্রাসার এডহক (পরিচালনা) কমিটির সভাপতি ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ’র সভাপতিত্বে, সদস্য সচিব ও মাদ্রাসার সুপার মাওলানা শহীদুল ইসলাম চৌধুরীর পরিচনায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় বক্তব্য রাখেন পূর্বপাগলা ইউপির সাবেক চেয়ারম্যান মো. আমিরুল হক বেগ, মো. ইরান উদ্দীন, সাবেক ইউপি সদস্য আরজক আলী, মো. সাইফুল মিয়া, জুয়েল রানা, নজরুল ইসলাম, হাজী জমিরুল হক, দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সহ সুপার এ, কে,এম সরোয়ার হোসাইন চৌধুরী, সহকারী শিক্ষক আলী হোসেন, সহ মৌলভী মো. ইকবাল হোসেন, সহ শিক্ষক মো. ইয়াকুব আলী, সহ শিক্ষক মো. বেলাল আবেদিন, সহ শিক্ষক মো. নেফাউর রহমান, মাদ্রাসা এলাকার আমির উদ্দীন, হাফিজুর রহমান, তারা মিয়া,আমিরুল হক, কামাল হোসেন, লেবু মিয়া, আবুল মিয়া, গোদম হোসেন সহ প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ