নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে রোববার সকালে উপজেলার জাউয়াবাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে পাঠানো হয় সুনামগঞ্জ সদর থানায়। সেখান থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের মৃত আরজু মিয়া তালুকদারের ছেলে। জানা যায়, গেল ৪ আগষ্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি, সাউন্ড গ্রেনেডসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হন দোয়ারাবাজারের জহুর আহমদ। এ ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় ৯৯ জনের নাম উল্লেখ করে ২শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদারকে গ্রেফতার করা হয়। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সুনামগঞ্জ সদর মডেল থানার দায়েরি মামলার আসামি। গ্রেফতারের পর তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সেখান থেকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।