নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে জামাই-শ্বশুরের দ্বন্দ্বের জেরে ধরে উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বানিয়াচং উপজেলা সদরের মজলিসপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মনসুর মিয়া মেম্বারের লোকজনকে দেখে শুক্রবার আহত হওয়া নূর মোহাম্মদ মিয়ার লোকজন ধাওয়া করেন। এসময় দৌড়ে প্রাণ বাঁচাতে মজলিসপুর দক্ষিণ পাড়ের বাসিন্দা মখলিছুর রহমানের বাড়িতে আশ্রয় নেন কয়েকজন। এসময় বাড়িতে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এখবর মনসুর মেম্বারের লোকজনের মধ্যে জানাজানি হলে তারাও পুকুরের চারদিক থেকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, উপজেলার সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিসপুর গ্রামের ভিতরে শুক্রবার (২৯ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জামাই মুনসুর মিয়ার লোকজনের হামলার শিকার হন আপন চাচা শ্বশুর নুর মোহাম্মদ মিয়া। বর্তমানে তিনি সিলেট চিকিৎসাধীন আছেন। এরই জের ধরে শনিবার উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
জামাই- শ্বশুরের দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ৫০
১ ডিসেম্বর ২০২৪, ২:০২ পূর্বাহ্ন |
পোস্টটি ১০৩ বার পড়া হয়েছে