আজ, , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» আ.লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষে আহত ১৫, বাড়ি ভাঙচুর «» আল্লাহ তায়ালার প্রিয় হওয়ার জন্য যে গুণ জরুরি «» শান্তিগঞ্জে মরহুম ছিফত উল্ল্যাহ ও সাফাত উল্ল্যাহ ফাউন্ডেশনের পারিবারিক বন্ধন ও ক্রেস্ট প্রদান «» সম্পত্তির লোভে পিতাকে ছেলের নির্যাতন «» বিশ্বনাথে গণমাধ্যম কর্মীদের সাথে মির্জা আসহাব বেগের মতবিনিময় «» একনেকে ১৯৭৪ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন «» ইতালি স্পন্সর ভিসায় শ্রমিক নেবে ৪ লাখের বেশি «» সুনামগঞ্জে ভোটের মাঠে সর্বাধিক জনপ্রিয় সাংবাদিক নেতা আল হেলাল «» মর্নিং বার্ড কিন্ডার গার্টেনের বার্ষিক পরীক্ষা ফল প্রকাশ «» শান্তিগঞ্জে যুব উন্নয়নের জনসচেতনতামূলক প্রশিক্ষণ





অস্ত্র-মাদকসহ গ্রেফতার- ৮

নিজস্ব প্রতিবেদক :: সেনাবাহিনীর অভিযানে ৮৫ বোতল বিদেশী মদসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের চরেরবন্দ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মদসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪২ বীর (রিয়ার)১১পদাতিক ব্রিগেড ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ। আটককৃতরা হলেন চরেরবন্দ মহল্লার মৃত হাসিম আলীর ছেলে দেলোয়ার হোসেন সায়েদ (৩৪), মৃত হুশমত আলীর ছেলে ইসলাম উদ্দিন (৩৮) ও জমির উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৪৮)। তাদের কাছ থেকে ৪৪ বোতল এসি ব্ল্যাক, ৪১ বোতল অফিসার চয়েজ ও দুইটি মোবাইল ফোন এবং নগদ ১১৪০ টাকা উদ্ধার করা হয়। থানা পুলিশে তাদেরকে হস্তান্তরের পর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে, গেল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পেপার মিলস সড়কে ডাকাত সন্দেহে ছাতক ক্যাম্পের সেনাবাহিনীর একটি টহলরত দল অভিযান চালিয়ে নোয়াগাড়িতে দেশীয় অস্ত্রসহ ৫জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত আবদুল ওয়াহিদের ছেলে আজির মিয়া (২৩), আবদুস সালামের ছেলে রবিউল আলম (২৩) ও জাহাঙ্গীর আলম (৩৪), একই গ্রামের আনফর আলীর ছেলে মুরাদ হোসেন (২০), সিলেটের জালালাবাদ থানাধীন লালারগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে গাড়ি চালক খোয়াজ আলী (৫৫)। তাদেরকে অস্ত্র আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে এখানের সেনাবাহিনীর ক্যাপ্টেন শোয়েব বীন আহমদ জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ